ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মালিক শ্রমিক

মালিক শ্রমিক
আব্দুস সাত্তার সুমন

ঘাম সুখানের আগে সবাই
মজুরি দাও ন্যায্য,
মালিকপক্ষ শ্রমিকদেরকে
ন্যায়ের সাথে ধার্য।

কষ্ট করে মালিক যেমন
শ্রমিক করে দ্বিগুণ,
সাদা পাতার এপিট-ওপিট
রক্ত ঝরায় আগুন।

সচল রাখে দেশের চাকা
আমজনতার দামে,
কৃষাণ থেকে নভোচারী
দিনমজুরি ঘামে।

ধনী যারা আছেন বলে
গরিব শত শত,
দয়ার হাতটি বাড়াই মোরা
বন্ধন রবে যত।

একদিনেরই দিবস নহে
চলবে প্রতিক্ষনে,
কাঁধে কাঁধে রবে মিশে
অরন্যের ওই বনে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালিক শ্রমিক

আপডেট সময় ১২:১৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

মালিক শ্রমিক
আব্দুস সাত্তার সুমন

ঘাম সুখানের আগে সবাই
মজুরি দাও ন্যায্য,
মালিকপক্ষ শ্রমিকদেরকে
ন্যায়ের সাথে ধার্য।

কষ্ট করে মালিক যেমন
শ্রমিক করে দ্বিগুণ,
সাদা পাতার এপিট-ওপিট
রক্ত ঝরায় আগুন।

সচল রাখে দেশের চাকা
আমজনতার দামে,
কৃষাণ থেকে নভোচারী
দিনমজুরি ঘামে।

ধনী যারা আছেন বলে
গরিব শত শত,
দয়ার হাতটি বাড়াই মোরা
বন্ধন রবে যত।

একদিনেরই দিবস নহে
চলবে প্রতিক্ষনে,
কাঁধে কাঁধে রবে মিশে
অরন্যের ওই বনে।