মোঃ আবদুল আউয়াল সরকার: আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক সংগঠন (মাসাস ইন্টারন্যাশনাল) এর লোগো উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ মে ২০২৩ খ্রিঃ) সকাল ১২ টায় রাজধানী ঢাকার পুরানা পল্টন দারুস সালাম আর্কেডের গণস্বাস্থ্য হোমিও মিলনায়তনে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় মানবাধিকার সংগঠন ও সংবাদমাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও লোগো উন্মোচন করা হয়।
মাসাস ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান ও দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক কামরুজ্জামান জনির সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
মূল প্রবন্ধক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মানবাধিকার সোসাইটির সভাপতি মু,নজরুল ইসলাম তামিজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রানীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. হামিদা খানম, ডিএমপি’র সিনিয়র সহকারী কমিশনার ও মহামান্য রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মোঃ শাহাদাত হোসেন।
উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য হোমিও এর চেয়ারম্যান ও বাংলাদেশ প্রেসক্লাবের সহ- সভাপতি ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাঃ এ এস এম সরওয়ার।
সংগঠনের মহাসচিব ডাঃ জি এম এনামুল হক শাহীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ পাবলিক টিভির চেয়ারম্যান ও মাসাস ইন্টারন্যাশনাল এর প্রধান সমন্নয়কারী ও সাংগঠনিক সম্পাদক মোঃ মহিবুল্লাহ্ ভূইয়া বাবু, কুমিল্লা জেলা কমিটির সভাপতি সাংবাদিক কবি ও লেখক মোঃ আবদুল আউয়াল সরকার, ভোলা জেলার লালমোহন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবদুস সাত্তার, সোলেমান মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন,
স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের একটি প্রতিশ্রুতি ও শ্লোগান যা ২০৪১ সালের মধ্যে দেশকে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরের পরিকল্পনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম এই প্রতিশ্রুতি ও শ্লোগান দেন। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের অবশ্যই স্মার্ট মানুষ, স্মার্ট পরিবার এবং স্মার্ট সমাজ গড়ে তোলার প্রয়াস চালাতে হবে। এজন্য যা যা প্রয়োজন তা যদি পূরণ করা সম্ভব না হয়, তাহলে যথার্থ প্রক্রিয়ায় স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। এজন্য প্রত্যেককে যার যার নিজের অবস্থান বদলাতে হবে, পরিশুদ্ধ করতে হবে নিজেকে। নতুন নতুন চিন্তাভাবনা, ধারণার উন্মেষ ঘটাতে হবে সমাজে।
দেশের উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। সাংবাদিকরা সমাজের মানুষের কাছে বার্তাবাহক হিসেবে কাজ করে। সেজন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নিজস্ব স্বকীয়তায় প্রতিবেদন তৈরি জরুরি।
মানুষের বেঁচে থাকার জন্য এবং সামাজিক জীব হিসেবে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মানবাধিকার অপরিহার্য।
সেবামূলক মন মানসিকতা নিয়ে সবাই কাজ করলে দেশ এগিয়ে যাবে। আমরা একটি জ্ঞানভিত্তিক,স্মার্ট বাংলাদেশ গড়তে সরকারের সহযোগী হিসেবে কাজ করব ইনশাআল্লাহ।
উল্লেখ্য যে,মাসাস ইন্টারন্যাশনাল
(আন্তর্জাতিক মানবাধিকার ও সাংবাদিক সংগঠন)। গভঃ রেজিঃ সি-১৮৮৪১২/২০২৩।