মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে মুফতি মাওলানা গিয়াস উদ্দিন আত্ব তাহেরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ১৭ ডিসেম্বর ২৪ ইং বরুড়া পৌর সদর বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি সকাল ১০ টা থেকে ১০ টা ৩০ মিনিট পর্যন্ত চলে। এ সময় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা খোরশেদ আলম এম,এ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উপজেলা সভাপতি মাওলানা রকিব উদ্দিন হাক্কানী, উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মাসুদ আলম পাটোয়ারী, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের দায়িত্ব শীল মোঃ জোহর আলী, মাওলানা কাউসার, মাওলানা মোঃ যোবায়ের হোসেন, গাউছিয়া কমিটি পৌর সভার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হান্নান, মাওলানা মুফতি জামাল উদ্দিন মমতাজী, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সভাপতি গোলাম মোস্তফা রেজা প্রমুখ।
বক্তারা সরকারের দায়িত্ব শীলদের কাছে এই মামলা প্রত্যাহারের দাবী জানান। সকল ধরনের হয়রানি বন্ধের দাবী করেন।