
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি এর আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের এসইডিপি প্রোগ্রামের আওতায় কবি নজরুল মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: সফিউল আলম তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ও শ্রীকাইল সরকারী কলেজের উপাধ্যক্ষ মিয়া গোলাম সারোয়ার।
কাজিয়াতল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোস্তাফিজুর রহমান সরকার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রামচন্দ্রপুর আব্দুল মজিদ কলেজের সহকারী অধ্যাপক বিল্লাল হোসেন, সাংবাদিক বেলাল উদ্দিন, ঘোড়াশাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: তাজুল ইসলাম, কাজীয়াতল রহিম রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন, অভিভাবক রেবেকা সুলতানা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার কোহিনুর বেগম, পাঁচকিত্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাসিনা আক্তার, মুরাদনগর ডিআর সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়নল হোসেন, ঘোড়াশাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, টনকি হানিফ সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, শ্রীকাইল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, যাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, জাঙ্গাল বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ পারভিন, কুড়াখাল মাদ্রাসার সুপার মাওলানা জসিম উদ্দিন সহ বিভিন্ন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে এসইডিপি প্রোগ্রামের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিশনস স্কিমের আওতায় ২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২১ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ ও ক্রেষ্ট প্রদান করা হয়।