
মাহফুজুর রহমান , মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগরে নিজ বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে মুরাদনগর সদর ইউনিয়নের ইউসুফনগর গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রাজিয়া বেগম (৫০) ইউসুফনগর গ্রামের জাকির হোসেনের স্ত্রী। তার তিন ছেলে ও দুই মেয়ে আছে।
জানা যায়, নিহত গৃহবধূ রাজিয়া বেগম দুইবার স্ট্রোক করে এবং পেটের পীড়ায় দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন। অন্যদিকে তার স্বামী জাকির হোসেনও মানসিকভাবে অসুস্থ। প্রতিদিনের মতো সোমবার ভোরে ঘুম থেকে উঠে হাঁটাহাঁটি শেষ করে বড় ছেলের বউয়ের সাথে রান্নার জন্য সবজি কাটাকুটি করছিল। সবজি কাটার একপর্যায়ে নিজ ঘরে ঢুকে তার পরনে থাকা ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর ছেলের বউ ঘরে ঢুকে শাশুড়িকে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসে।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসে।
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, লাশ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।