
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে আড়াইশো বছরের পুরোনো মাছের মেলা জমজমাট হয়ে উঠেছে।
প্রতি বছরের মতো এবারও মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর বাজারে বসেছে এই মেলা। ভোর থেকে শুরু হওয়া মেলা চলে দুপুর পর্যন্ত। প্রতিবছর সনাতনী নববর্ষে বিভিন্ন উপজেলা এবং মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে নানান শ্রেণি পেশার মানুষ আসে এখান থেকে মাছ কেনার জন্য।
মঙ্গলবার (১৫এপ্রিল) ভোর থেকে বিভিন্ন এলাকা থেকে জেলে ও স্থানীয় মৎস্যজীবীরা পুকুর ও নদীর রুই, কাতল, বোয়াল, হাঙ্গেরি রুই, পাঙ্গাস, সিলভার কার্প, ব্রিগেট ছাড়াও ওঠে চিংড়ি, টেঙড়া, পাবদা, শোল আরো নানা প্রজাতির দেশীয় মাছ নিয়ে আসে এই মৎস্য মেলায়। ৭/৮ কেজি ওজনের বড় কাতলা দাম কেজি ৬ শ থেকে ৭শ টাকা বিক্রি হয়েছে। এবারের মেলায় ৩০ লাখ টাকার মাছে বিক্রি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
ব্যবসায়ী মনীন্দ্র দাষ বলেন আমি ৩০বছর ধরে এই মেলায় মাছ বিক্রি করে আসছি। আমার বাবা দাদারাও এই মেলায় মাছ বিক্রি করেছে। এই মেলায় আমি সর্বোচ্চ ৩০হাজার টাকা দামের মাছ বিক্রি করেছি।
হোমনা উপজেলা থেকে আসা ক্রেতা জামিরুল ইসলাম বলেন, আমার জন্মের অনেক আগে থেকে এই মেলা চলে আসছে। প্রতি বছর এখানে আসি মাছ কিনতে। একটা বড় রুই মাছ কিনেছি আরো একটা কিনবো।
আবদুল মজিদ কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শাহ আলম জাহাঙ্গীর বলেন, বৃটিশ আমলে শুরু হওয়া প্রায় আড়াইশো বছরের পুরোনো এই মাছের মেলাটি প্রতি বছর বাংলা সনাতনী নববর্ষের দিনে আয়োজন করা হয়। প্রাচীন এই মাছের মেলাটি অনেক জমজমাট হয়ে থাকে।