
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগর উপজেলায় জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কুমিল্লা-বি-বাড়িয়া সড়কের কোম্পানীগঞ্জ সংলগ্ন মুসাফির রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।
জিসাসের মুরাদনগর উপজেলা আহ্বায়ক জসীম উদ্দীন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া।
জিসাসের মুরাদনগর উপজেলা সদস্য সচিব এম এ আল আমীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলার বিএনপি নেতা আবিদ হোসেন আবিদ, শাহিন আলম, জিসাসের মুরাদনগর উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন সরকার, জানে আলম, মোঃ শরিফুল ইসলাম সবুজ, মোঃ মহসিন, কামাল উদ্দিন বাউল, বিপ্লব কুমার সাহা, হাবিবুর রহমান হাবিব, আহ্বায়ক কমিটির সদস্য মনির হোসেন, নারী সদস্য মরিয়ম আক্তার প্রমূখ।
সভাপতির বক্তব্যে জসীমউদ্দীন বলেন ২৪ এর ৫ই আগস্ট এর পরে মুরাদনগরে বিএনপি’র অঙ্গ সংগঠন গুলোর মধ্যে প্রথম সাংগঠনিক অনুমোদন পায় মুরাদনগর জিসাস। জিসাসকে মুরাদনগরে একটি আদর্শ সংগঠন হিসাবে গড়ে তোলে বিএনপি তথা অত্র এলাকা হতে পাঁচবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মুরাদনগর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ কামাল উদ্দিন ভূঁইয়া বলেন কায়কোবাদ একদিনে গড়ে ওঠেনি। দীর্ঘ ৪০ বছর যাবত তিনি মুরাদনগর মানুষের কল্যাণে কাজ করে আসছেন। দল মত নির্বিশেষে তিনি সর্বস্তরের মানুষকে সহযোগিতা করে আসছেন। তিনি মুরাদনগরের জনতার নেতা। গত ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলা দিয়ে তাকে ঘায়েল করার চেষ্টা করে। আল্লাহর অশেষ রহমতে তিনি সমস্ত ষড়যন্ত্র ভন্ডুল করে দিয়ে তিনি আবারও মুরাদনগর এর মানুষের মাঝে ফিরে এসেছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কায়কোবাদ সাহেবকে বিজয়ী করে সমস্ত ষড়যন্ত্রের সমীচিত জবাব দিতে হবে।