
মাহফুজুর রহমান,
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলার বিগত এক দশকের উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্রের মোড়ক উম্মোচন করা হয়েছে।
শনিবার দুপুরে মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে এই মোড়ক উম্মোচন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, শিক্ষক, সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলোচনা সভা করে মুরাদনগর উপজেলা আওয়ামীলীগ।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উন্নয়ন চিত্রের মোড়ক উম্মোচন করেন সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন ভূঞা জনী, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা।
উপজেলা আ’লীগের সভাপতি এড্যা: আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হানিফ সরকার, উপজেলা আ’লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ইসমাইল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড্যা: আবুল কালাম আজাদ তমাল, সাদা মনের মানুষ খ্যাত ডাঃ মানবেন্দ্র নাথ যুগল ব্রহ্মচারী, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, কাজী নোমান আহমেদ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ সাদেকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজী তুফরিজ এটন, ভিপি জাকির হোসেন, পীরকাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলা উদ্দিন ভূইয়া, মুরাদনগর আলিয়া মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা তাজুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক গাজীউল হক চৌধুরী, নারী উন্নয়ন ফোরামের সভাপতি রেবেকা সুলতানা, পূজা উদযাপন পরিষদের সভাপতি নিত্যানন্দ রায়, দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শারমিন ফাতেমা প্রমুখ।