
মাহফুজুর রহমান,
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুরাদনগর সার্কেল পিযুষ চন্দ্র দাস।
বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক(এসআই) পলাশ বড়–য়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আবু মুছা আল কবির, তৈয়বুর রহমান তুহিন, শিমুল বিল্লাল, রহিম পারভেজ, শুকলাল দেবনাথ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পার্থ সারথী দত্ত, নিত্যানন্দ রায়, অরূপ নারায়ন পোদ্দার পিংকু।
এসময় বাঙ্গরা বাজার থানার ৬৩ টি পূজা মন্ডপের কমিটির সদস্য, স্থানীয় সকল ইউপি সদস্য, ইমাম, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 

























