
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রিনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুলের পিএসএফ সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধামঘর ইউনিয়নের ধামঘর গ্রামে এ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পু সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান, সিনিয়র মনিটরিং অফিসার সারোয়ার জামান।
কৃষি সম্প্রসারণ অফিসার নুর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা হাজেরা বেগম ও নাসির উদ্দিন।
বক্তারা বলেন, কৃষিতে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সুষম সার প্রয়োগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কৃষিকে বাণিজ্যিকীকরণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি, প্রশিক্ষিত কৃষক ও কৃষানিদের বীজ উদ্যোক্তা হিসেবে গড়ে তুললে স্থানীয়ভাবে মানসম্মত বীজ উৎপাদন ও সরবরাহের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
১০ দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৫ জন কৃষক ও কৃষানি অংশগ্রহণ করেন। হাতে-কলমে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রথম স্থান অধিকার করেন কৃষানি তানজিলা।
বক্তারা আশা প্রকাশ করেন, প্রশিক্ষণপ্রাপ্ত কৃষকরা মাঠ পর্যায়ে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটাবেন এবং স্থানীয় কৃষি উৎপাদনে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।
মুক্তির লড়াই ডেস্ক : 























