
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে যৌতুকের দাবিকে কেন্দ্র করে স্বামীর এলোপাতাড়ি ছুরিকাঘাতে তানজিনা (১৯) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের গোমতী ব্রিজ সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় প্রকাশ্য দিবালোকে এ নৃশংস ঘটনা ঘটে।
নিহত তানজিনা উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের তাজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত স্বামী কুদ্দুস ওরফে রুবেল (৩২) নবীপুর পশ্চিম ইউনিয়নের উত্তর ত্রিশ গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে রুবেল তার স্ত্রীকে নিয়মিত নির্যাতন করে আসছিল। নির্যাতনের ঘটনায় গত ২২ ডিসেম্বর তানজিনা মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেছিলেন।
মঙ্গলবার দুপুরে যৌতুকের দাবিতে চলমান বিরোধ ও থানায় অভিযোগ করার জেরে ক্ষিপ্ত হয়ে স্বামী রুবেল ধারালো ছুরি দিয়ে স্ত্রী তানজিনাকে জনসম্মুখে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই তানজিনার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা ঝুঁকি নিয়ে রুবেলকে আটক করে পুলিশে খবর দেন। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মুক্তির লড়াই ডেস্ক : 
























