
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মুরাদনগরে শিক্ষার্থীরা অবরুদ্ধ করে জোরপূর্বক প্রধান শিক্ষককে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদের ভিতরে এ ঘটনা ঘটে। স্বাক্ষর নেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। বাধ্য হয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর দেয়া সৈয়দা হাছিনা আক্তার উপজেলা সদরের নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পদত্যাগে বাধ্য করানো বেশ কয়েকজন শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষকের নিয়োগ অবৈধ। তাছাড়া তিনি পরিক্ষার ফিসহ নানান বিষয়ে আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেন। আমাদের গায়ে বাজে ভাবে টাচকরা শিক্ষক প্রানজিত মজুমদারের বিরুদ্ধে অভিযোগ দিলেও তিনি কোন ব্যবস্থা নেননি তাই আমরা তাকে পদত্যাগে বাধ্য করেছি।
বিদ্যালয়টির বর্তমান সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, ‘কিছু শিক্ষার্থী নূরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ পত্র আমার কাছে দিয়ে গেছে। আমি আমার উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে ব্যবস্থা নিবো।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার বলেন, ‘অষ্টম ও নবম শ্রেণীর কিছু শিক্ষার্থী উপজেলা সদরের আল্লাহু চত্বরে জড়ো হয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ করছে এমন খবরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের কাছে এই বিষয়ে পরামর্শের জন্য দুপুরের দিকে উপজেলা কমপ্লেক্সে যাই। ওখানে গিয়ে শিক্ষার্থীরা আমাকে অবরুদ্ধ করে রাখে। সন্ধ্যা পর্যন্ত আমাকে আটকে রেখে জোর পূর্বক আমার পদত্যাগের স্বাক্ষর নেয়।
মুক্তির লড়াই ডেস্ক : 


























