
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে টিভি কাপ ফুটবল টুর্নামেন্টে উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আকবপুর হাইস্কুল মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
অন্তবর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পিতা শিক্ষক বিল্লাল হোসেনের সভাপতিত্বে টিভিকাপ ফুটবল খেলাটির শুভ উদ্বোধন করেন এ্যাডভোকেট আলী আশরাফ।
অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন আকবপুর ইউপি চেয়ারম্যান শিমুল বিল্লাল, ইউপি সদস্য ছালাউদ্দন খাঁন, টুর্নামেন্টের উপদেষ্টা ফোরকান উদ্দিন মাষ্টার, ইউনুস মিয়া, রানা মিয়া, নুরুল ইসলাম, তাজুল ইসলাম। আবুল বাসার, মনির হোসেন প্রমুখ।
টুর্নামেন্টে ৬জন শহীদের নামানুসারে ৬টি দল অংশগ্রহণ করে। প্রথম দিনের উদ্বোধনী খেলায় শহীদ মুগ্ধ একাদশ ও শহীদ তানভীর একাদশ মুখোমুখি হয়। খেলায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে শহীদ মুগ্ধ একাদশ শহীদ তানভীর একাদশকে ২-১ গোলে পরাজিত করে।
খেলায় অংশ গ্রহণ করা অন্য দলগুলো হলো শহীদ আবু সাইদ একাদশ, শহীদ ফয়সাল একাদশ, শহীদ হোসাইন একাদশ ও শহীদ শাকিল পারভেজ একাদশ।