মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন রামচন্দ্রপুর রামকান্ত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে আমিননগর যুবকদের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু স্মৃতি ডবল ফ্রিজ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে। এতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্ছারমপুর উপজেলার ফরদাবাদ একাদশ বনাম মুরাদনগর উপজেলার ভাঙ্গানগর একাদশ খেলাটি অনুষ্ঠিত হয়েছে। খেলায় ফরদাবাদ একাদশ কে হারিয়ে ভাঙ্গানগর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয়ের মাঠে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে কুমিল্লা উত্তর জেলার সাবেক ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ আলআমিন সরকারের সঞ্চালনায় ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলার সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম সরকার।
বিশেষ অতিথি ছিলেন, নবীনগর লাউর ফতেহপুর ব্যারিষ্টার জাকির আহমেদ ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার জাকির আহমেদ, শান্ত মারিয়ম ইউনিভার্সিটির উপ-পরিচালক ও সওদাগর ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছিদ্দিকুর রহমান, সমাজ সেবক আলহাজ্ব মোবারক হোসেন শাহিন শিকদার, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম আবুল, হোমনা দুলাল পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন প্রধান, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, বাঙ্গরা পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শেখ জাকির, উপজেলার সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মোঃ হারুনুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস খন্দকার, আওয়ামী লীগ নেতা মাসুকুল ইসলাম মাসুক, হোসেন মেম্বার, খেলা পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্ধ।
খেলা শেষে পরাজিত রুপসদী একাদশ ও বিজয়ী ভাঙ্গানগর একাদশ কে ডবল ফ্রিজ পুরস্কার প্রধান করা হয়।