
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
ভালোবাসা, আনন্দ ও অন্তর্ভুক্তির বার্তায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলায় পরিষদে স্থাপিত হওয়া ‘প্রতিভা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বিদ্যালয়’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (২০ অক্টোবর) সকালে মুরাদনগর সেন্ট্রাল স্কুল প্রাঙ্গণে আয়োজিত হয় র্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়ছার।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মেহেদী মাহমুদ আকন্দ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ চন্দ্র দে, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতিভা বিকাশ ও আত্মসম্মান প্রতিষ্ঠায় ‘প্রতিভা স্কুল’-এর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান বলেন, এই শিশুরাই আমাদের অনুপ্রেরণা। তাদের প্রতিটি হাসি আমাদের সমাজে আশার আলো ছড়িয়ে দেয়।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিরা বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।