
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
“হাত ধোয়ার নায়ক হোন” স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে পালিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কিন্ডারগার্টেন মাঠে হাত ধোয়া বিষয়ক প্রদর্শনী ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মনসুর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, বিএডিসি উপসহকারী প্রকৌশলী কাউছার আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ফিল্ড সুপার ভাইজারগণ।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের সঠিকভাবে হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয় এবং ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার জন্য উদ্বুদ্ধ করা হয়।