
মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল ছাত্র-ছাত্রী, সাধারন জনতার আত্মার মাগফেরাত কামনায় ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে মুরাদনগর উপজেলা ও বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা।
শুক্রবার দুপুরে উপজেলার কুড়াখাল উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ার পূর্বে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন অঞ্জন।
উত্তরা থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এম কুতুব উদ্দিন কলি’র সভাপতিত্বে ও যুবদল নেতা কাজী সফিকের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মীর জাহিদ হাসান সম্রাট। দোয়া মাহফিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়ায় আন্দোলনে আহত সকল ছাত্র-জনতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠান শেষে কুড়াখাল বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।