মাহফুজুর রহমান, মুরাদনগর (কুমিল্লা)
“জনতার অধিকার, আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দলে নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করে গণ অধিকার পরিষদ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শুক্রবার বিকেলে মুরাদনগর উপজেলা সদর, কোম্পানীগঞ্জ বাজারসহ বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি শাহজালাল সাদী, সহ অর্থ বিষয়ক সম্পাদক এমবি রাসেল, কুমিল্লা উত্তর জেলা যুবঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব সরকার, সহ অর্থ বিষয়ক সম্পাদক কামাল হোসেন, ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, মুরাদনগর উপজেলা গনঅধিকার পরিষদের সাবেক যুগ্ম-আহ্বায়ক জহিরুল ইসলাম, মুরাদনগর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি মেহেদী হাসান, সাবেক অর্থ সম্পাদক সিফাত, বাঙ্গরা থানা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি সাজ্জাদুর রহমান সজিব, ত্রান দুর্যোগ বিষয়ক সম্পাদক জাহিদ সরকার দিপু, উপজেলা শ্রমিক অধিকার পরিষদের সাবেক যুগ্ম-আহ্বায়ক জসিম মিয়া। উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক অর্থ সম্পাদক আমির হামজা, মোহাম্মদ আলী, জানে আলম, জাহাপুর ইউনিয়ন যুব অধিকার পরিষদের সাবেক সভাপতি নূরুল আলম, সাবেক সাধারণ সম্পাদক রশিদ রানা প্রমুখ।
কুমিল্লা উত্তর জেলা গণঅধিকার পরিষদের সহ অর্থ বিষয়ক সম্পাদক এমবি রাসেল বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ভাইয়ের দক্ষ নেতৃত্ব ও ইস্পাত কঠিন মনোবলে গড়া বাংলাদেশ গণ অধিকার পরিষদে যোগ দিয়ে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আমরা এই কার্যক্রম উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড হয়ে গ্রামের অলি গলিতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ।