
মোহাম্মদ ছানা উল্যাহ, নোয়াখালী
মেঘনার জোয়ারে নোয়াখালীর হাতিয়া ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মাঝামাঝি তেগাছিয়া বাজারে সেতুর এক পাশের অংশ ধসে গেছে। এতে দুই উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
মেঘনা নদীর জোয়ারের পানির স্রোতে এই সেতুর সংযোগ সড়ক ঘসে পড়ায় হাতিয়া ও লক্ষীপুর রামগতি উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ধসে পড়া সংযোগ সড়কটি রামগতি তেগাছিয়া বাজারে। স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল আটটার দিকে প্রবল জোয়ারের স্রোতে সেতুটি ভেঙ্গে পড়ে।
এতে ওই এলাকায় স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং ব্যবসায়ীসহ দুই উপজেলার বাসিন্দারা যাতায়াতের দুর্ভোগ পোহাচ্ছেন। বিষয়টি রামগতির স্থানীয় সহকারী প্রকৌশলী অধিদপ্তরকে (এলজিইডি) জানানো হয়েছে। তবে মঙ্গলবার বিকেল নাগাদ কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি এতে সাধারন মানুষের যানবাহন এমনকি মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। দ্রুত সংযোগ সড়ক মেরামত না করলে মূল সেতু ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা ওই এলাকার বাসিন্দাদের।