
অতনু চৌধুরী (রাজু), বাগেরহাট
যথাযোগ্য মর্যাদায় মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে বিদ্যালয়ের শহীদ মিনারের মূল বেদিতে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সুধাংশু ঢালী’সহ অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
টাটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু ঢালী’র সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষিকা নিয়তী ঘরামী’র সঞ্চালনায় বিদ্যাবিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি র্যালি বের হয় ও র্যালিটি প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে বিদ্যালয়ে এসে শেষ হওয়ার পরবর্তীতে বিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলার চটেরহাট ফাঁড়ির সাবইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম রফিক ও আরও উপস্থিত ছিলেন, রনি মজুমদার, আশীষ কুমার বিশ্বাস,আশীষ রায়,মোখলেসুর রহমান, নরেশ বসাক,মাফিয়া খাতুন,বাবু কমলেশ মজুমদার’সহ ছাত্র – ছাত্রী বৃন্দ।
মুক্তির লড়াই ডেস্ক : 



























