
অতনু চৌধুরী (রাজু), বাগেরহাটঃ
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে ওই কিশোরী আত্মহনন করেছে। নিহত কিশোরী কারিমা খাতুন (১৬) উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলী গ্রামের জয়নাল শেখের মেয়ে।
এ বিষয়ে নিহতের মা নাছিমা বেগম ও বোন মার্জিয়া খাতুন বলেন, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কারিমা খাতুনের ঘরের দরজা বন্ধ দেখেন পরিবারের লোকজন।
এরপর জানালা দিয়ে দেখতে পান ওই কিশোরী ঘরের আড়ার সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছে। এ সময় দ্রুত দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফাতেমা বিনতে আজাদ বলেন, ওই কিশোরীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।তবে কিভাবে সে মারা গেছে তা নিশ্চিত করে বলতে পারেনি।
এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, ‘খবর পেয়ে পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কিভাবে ওই কিশোরী মারা গেছে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ময়নাতদন্ত প্রতিবেদন এলে কিভাবে তার মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা যাবে।