ঢাকা ১১:০১ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৬ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুমিল্লা ৬০ কেজি গাঁজা জব্দ Logo মুরাদনগরে বিপুল পরিমাণ ভারতীয় চিনি উদ্ধার, দুইজন আটক Logo চীন ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদ্বয়ের বৈঠক Logo চীন ও মালয়েশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী Logo ২০২৩ সালে চীনের জিডিপি ১৩০ ট্রিলিয়ন ইউয়ানে পৌঁছেছে Logo নববর্ষের ছুটিতে অভ্যন্তরীণ এবং বহির্গামী যাত্রী প্রবাহের শীর্ষে থাকবে Logo দূর্নীতির মাধ্যমে নামজারি খতিয়ান প্রদান করে হয়রানির অভিযোগ Logo নেত্রকোণায় ইয়্যুথ ক্যাম্পেইন ও শান্তি সম্প্রীতি পদযাত্রা Logo রূপসা বাগেরহাট বাস-মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির নির্বাচন সম্পন্ন Logo দেবিদ্বারে বিনামূল্যে চক্ষু রোগীদের চিকিৎসা সেবা

ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের স্বাগত নৈশভোজে সি চিন পিং

  • আন্তর্জাতিক:
  • আপডেট সময় ০৪:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
  • ১৬ বার পড়া হয়েছে

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত (বৃহস্পতিবার) সন্ধ্যায়, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের স্বাগত নৈশভোজে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তিনি বলেন, গত ৫ বছর ছিল ম্যাকাওয়ের ইতিহাসে অসাধারণ ৫টি বছর। বিশ্বের বড় পরিবতর্শনশীল পরিস্থিতি ও কোভিড-১৯ মহামারীর মুখে, পঞ্চম বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার, ম্যাকাও সমাজের নানা মহলকে নিয়ে সমস্যা সমাধান করেছে; অর্থনীতির সুষ্ঠু উন্নয়নকে এগিয়ে নিয়েছে; সব কাজকর্মে সার্বিকভাবে অগ্রগতি বাস্তবায়ন করেছে; এবং ম্যাকাও-এ বৈশিষ্ট্যময় ‘এক দেশ, দুই ব্যবস্থা’র সাফল্য বাস্তবায়নের নতুন অধ্যায় রচনা করেছে।

সন্ধ্যা ৬টায়, প্রেসিডেন্ট সি চিন পিং এবং তাঁর স্ত্রী ফেং লি ইউয়ান ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী হ্য ই ছেং ও তাঁর স্ত্রী চেং সু চেন সমবিহারে, ম্যাকাও পূর্ব এশিয়ান গেমস স্টেডিয়ামের নির্ধারিত হলরুমে প্রবেশ করেন। তখন উপস্থিত সবাই করতালি দিয়ে তাদের স্বাগত জানায়।

বিপুল করতালির মধ্যে সি চিন পিং ভাষণ দেন। তিনি বলেন, “প্রথমে আমি কেন্দ্রীয় সরকার ও দেশের সব জাতির মানুষের পক্ষ থেকে, সকল ম্যাকাওবাসীকে এবং ম্যাকাওয়ের উন্নয়ন সমর্থনকারী আন্তর্জাতিক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই।”

তিনি বলেন, গত ৫ বছরে ম্যাকাওয়ে অর্থনীতি সুষ্ঠুভাবে উন্নত হয়েছে; জনগণের জীবনমান আরও উন্নত হয়েছে এবং ম্যাকাওয়ের আন্তর্জাতিক প্রভাব ও সুনামও বেড়েছে। ৫ বছরে ম্যাকাওয়ে উন্নয়নের অসাধারণ সাফল্য অর্জনের কারণ হচ্ছে: ‘এক দেশ, দুই ব্যবস্থা’-র সার্বিক ও যথাযথ বাস্তবায়ন; কেন্দ্রীয় সরকার ও মূল ভূখণ্ডের শক্তিশালী সমর্থন; আন্তর্জাতিক সমাজের ইতিবাচক অংশগ্রহণ; এবং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের সমাজের নানা মহলকে নিয়ে একযোগে প্রচেষ্টা চালানো।

সি চিন পিং বলেন,“ম্যাকাওয়ের ‘এক দেশ, দুই ব্যবস্থা’র বিশেষ সুবিধা রয়েছে। এ কারণে ইতোমধ্যেই ম্যাকাওয়ের মজবুত উন্নয়নের ভিত্তি তৈরী হয়েছে। শক্তিশালী দেশ নির্মাণ ও জাতিগত পুনরুজ্জীবনের প্রেক্ষাপটে, ম্যাকাওয়ের আরও সুষ্ঠু উন্নয়ন সম্ভব।”

সি চিন পিং ম্যাকাওয়ের কাছে তিনটি প্রত্যাশা ব্যক্ত করেন: প্রথমত, কুয়াংতং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর অঞ্চল নির্মাণসহ দেশের উন্নয়নের কৌশলে আরও ইতিবাচকভাবে সংযুক্ত হতে হবে, আন্তর্জাতিক মঞ্চে আরও বেশি ভূমিকা রাখতে হবে; দ্বিতীয়ত, দেশপ্রেম ও ম্যাকাও-প্রেমের চেতনায় আরও উন্মুক্ত, সহনশীল হতে হবে, ঐক্যবদ্ধভাবে সুন্দর ম্যাকাও নির্মাণ করতে হবে;তৃতীয়ত, সংস্কার ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে ও ‘এক দেশ, দুই ব্যবস্থা’-র সুবিধা আরও সুষ্ঠুভাবে প্রয়োগ করে, ম্যাকাওয়ের উন্নয়নের নতুন পরিস্থিতি সৃষ্টি করতে হবে।

সি চিন পিং বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহান মাতৃভূমির সমর্থনে, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল অবশ্যই আরও নতুন অগ্রগতি ও উজ্জ্বলতা সৃষ্টি করতে পারবে।”

হ্য ই ছেং তার বক্তব্যে বলেন, ম্যাকাও মাতৃভূমির কোলে ফিরে আসার ২৫তম বার্ষিকীতে, প্রেসিডেন্ট সি চিন পিং আবার ম্যাকাও পরিদর্শনে এসেছেন। এটা ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের জন্য একটি বড় ও আনন্দের ঘটনা। প্রেসিডেন্ট সি চিন পিং ম্যাকাওয়ের প্রতি অনেক যত্নশীল। এতে ম্যাকাওবাসী অনেক উত্সাহিত ও গর্বিত। ম্যাকাও মাতৃভূমি নামক পরিবারের একটি সদস্য। নতুন যুগ ও নতুন যাত্রায় শক্তিশালী দেশ বিনির্মাণ ও জাতির পুনরুজ্জীবনে ম্যাকাও আরও বেশি অবদান রাখতে চায়।

তিনি আরও বলেন, প্রেসিডিন্ট সি চিন পিংয়ের উত্সাহে ও কেন্দ্রীয় সরকারের শক্তিশালী সমর্থনে এবং ৬ষ্ঠ প্রধান নির্বাহী ছেন হাও হুইয়ের নেতৃত্বে, নতুন দফার বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার ও সমাজের নানান মহল অবশ্যই ম্যাকাওয়ের বৈশিষ্ট্যময় ‘এক দেশ, দুই ব্যবস্থা’ বাস্তবায়নের নতুন অধ্যায় রচনা করবে।
সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লা ৬০ কেজি গাঁজা জব্দ

SBN

SBN

ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের স্বাগত নৈশভোজে সি চিন পিং

আপডেট সময় ০৪:১৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গত (বৃহস্পতিবার) সন্ধ্যায়, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের স্বাগত নৈশভোজে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেন। তিনি বলেন, গত ৫ বছর ছিল ম্যাকাওয়ের ইতিহাসে অসাধারণ ৫টি বছর। বিশ্বের বড় পরিবতর্শনশীল পরিস্থিতি ও কোভিড-১৯ মহামারীর মুখে, পঞ্চম বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার, ম্যাকাও সমাজের নানা মহলকে নিয়ে সমস্যা সমাধান করেছে; অর্থনীতির সুষ্ঠু উন্নয়নকে এগিয়ে নিয়েছে; সব কাজকর্মে সার্বিকভাবে অগ্রগতি বাস্তবায়ন করেছে; এবং ম্যাকাও-এ বৈশিষ্ট্যময় ‘এক দেশ, দুই ব্যবস্থা’র সাফল্য বাস্তবায়নের নতুন অধ্যায় রচনা করেছে।

সন্ধ্যা ৬টায়, প্রেসিডেন্ট সি চিন পিং এবং তাঁর স্ত্রী ফেং লি ইউয়ান ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী হ্য ই ছেং ও তাঁর স্ত্রী চেং সু চেন সমবিহারে, ম্যাকাও পূর্ব এশিয়ান গেমস স্টেডিয়ামের নির্ধারিত হলরুমে প্রবেশ করেন। তখন উপস্থিত সবাই করতালি দিয়ে তাদের স্বাগত জানায়।

বিপুল করতালির মধ্যে সি চিন পিং ভাষণ দেন। তিনি বলেন, “প্রথমে আমি কেন্দ্রীয় সরকার ও দেশের সব জাতির মানুষের পক্ষ থেকে, সকল ম্যাকাওবাসীকে এবং ম্যাকাওয়ের উন্নয়ন সমর্থনকারী আন্তর্জাতিক বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই।”

তিনি বলেন, গত ৫ বছরে ম্যাকাওয়ে অর্থনীতি সুষ্ঠুভাবে উন্নত হয়েছে; জনগণের জীবনমান আরও উন্নত হয়েছে এবং ম্যাকাওয়ের আন্তর্জাতিক প্রভাব ও সুনামও বেড়েছে। ৫ বছরে ম্যাকাওয়ে উন্নয়নের অসাধারণ সাফল্য অর্জনের কারণ হচ্ছে: ‘এক দেশ, দুই ব্যবস্থা’-র সার্বিক ও যথাযথ বাস্তবায়ন; কেন্দ্রীয় সরকার ও মূল ভূখণ্ডের শক্তিশালী সমর্থন; আন্তর্জাতিক সমাজের ইতিবাচক অংশগ্রহণ; এবং বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকারের সমাজের নানা মহলকে নিয়ে একযোগে প্রচেষ্টা চালানো।

সি চিন পিং বলেন,“ম্যাকাওয়ের ‘এক দেশ, দুই ব্যবস্থা’র বিশেষ সুবিধা রয়েছে। এ কারণে ইতোমধ্যেই ম্যাকাওয়ের মজবুত উন্নয়নের ভিত্তি তৈরী হয়েছে। শক্তিশালী দেশ নির্মাণ ও জাতিগত পুনরুজ্জীবনের প্রেক্ষাপটে, ম্যাকাওয়ের আরও সুষ্ঠু উন্নয়ন সম্ভব।”

সি চিন পিং ম্যাকাওয়ের কাছে তিনটি প্রত্যাশা ব্যক্ত করেন: প্রথমত, কুয়াংতং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগর অঞ্চল নির্মাণসহ দেশের উন্নয়নের কৌশলে আরও ইতিবাচকভাবে সংযুক্ত হতে হবে, আন্তর্জাতিক মঞ্চে আরও বেশি ভূমিকা রাখতে হবে; দ্বিতীয়ত, দেশপ্রেম ও ম্যাকাও-প্রেমের চেতনায় আরও উন্মুক্ত, সহনশীল হতে হবে, ঐক্যবদ্ধভাবে সুন্দর ম্যাকাও নির্মাণ করতে হবে;তৃতীয়ত, সংস্কার ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে ও ‘এক দেশ, দুই ব্যবস্থা’-র সুবিধা আরও সুষ্ঠুভাবে প্রয়োগ করে, ম্যাকাওয়ের উন্নয়নের নতুন পরিস্থিতি সৃষ্টি করতে হবে।

সি চিন পিং বলেন, “আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, মহান মাতৃভূমির সমর্থনে, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল অবশ্যই আরও নতুন অগ্রগতি ও উজ্জ্বলতা সৃষ্টি করতে পারবে।”

হ্য ই ছেং তার বক্তব্যে বলেন, ম্যাকাও মাতৃভূমির কোলে ফিরে আসার ২৫তম বার্ষিকীতে, প্রেসিডেন্ট সি চিন পিং আবার ম্যাকাও পরিদর্শনে এসেছেন। এটা ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের জন্য একটি বড় ও আনন্দের ঘটনা। প্রেসিডেন্ট সি চিন পিং ম্যাকাওয়ের প্রতি অনেক যত্নশীল। এতে ম্যাকাওবাসী অনেক উত্সাহিত ও গর্বিত। ম্যাকাও মাতৃভূমি নামক পরিবারের একটি সদস্য। নতুন যুগ ও নতুন যাত্রায় শক্তিশালী দেশ বিনির্মাণ ও জাতির পুনরুজ্জীবনে ম্যাকাও আরও বেশি অবদান রাখতে চায়।

তিনি আরও বলেন, প্রেসিডিন্ট সি চিন পিংয়ের উত্সাহে ও কেন্দ্রীয় সরকারের শক্তিশালী সমর্থনে এবং ৬ষ্ঠ প্রধান নির্বাহী ছেন হাও হুইয়ের নেতৃত্বে, নতুন দফার বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার ও সমাজের নানান মহল অবশ্যই ম্যাকাওয়ের বৈশিষ্ট্যময় ‘এক দেশ, দুই ব্যবস্থা’ বাস্তবায়নের নতুন অধ্যায় রচনা করবে।
সূত্র: আকাশ, চায়না মিডিয়া গ্রুপ।