ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মহেশখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড Logo কালীগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ Logo শেরপুর–ময়মনসিংহ সীমান্তে কোটি টাকার চোরাচালানী মালামাল সহ কাভার্ডভ্যান ও ইজিবাইক আটক Logo কটিয়াদীর বনগ্রাম বাজারে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা Logo সরাইলে এনসিপির উঠান বৈঠকে বক্তব্য দিয়ে শিক্ষকের দুঃখপ্রকাশ Logo ‎বরুড়ায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ভোলাহাট রেশম উন্নয়ন বোর্ডের জোনাল অফিস দুর্নীতির আখড়া Logo বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ১১ অবসরপ্রাপ্ত শিক্ষকের বিদায় সংবর্ধনা Logo টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ ১ মাদক পাচারকারী আটক Logo শেরপুরে ১ বছর সাজাপ্রাপ্ত পলাতক কয়েদী গ্রেফতার

যদিও আসি

সোনিয়া আখন্দ

তোমাকে না পাওয়ার চিৎকার গুলো
আজ বন্দী কারাগারে।
সদর দরজায়, কড়া পাহাড়ায়,
রেখে দিয়েছি চাতক পাখিটারে!

তুমি, শুধু কী তুমি ছিলে?
আমি জেনেছি তোমার চোখে-
শান্ত আকাশ,নীলে নীলে ভরা,
কুসুমের মতো মন, করলে না যতন,
দিয়ে গেলে নিদারুণ চৈত্রের খরা!

দিন যাচ্ছে বয়ে স্রোতের মতো,
সুকান্তের ঝলসানো চাঁদ এখনো উঠে!
নদীরা ছুটে চলে সাগরটানে,
অশান্ত প্রেম মিলেমিশে একাকার
প্রিয়সীর নিষিদ্ধ ঠোঁটে।

সুতা কাটা সে-ই ঘুড়িটার মায়ায়,
নাটাই টা অযতনে বদ্ধ ঘরে।
সুনসান নীরবতা, অসহায় সরলতা,
আমি যেনো খুব আলাদা,এই কোলাহল শহরে।

হঠাৎ বদল করা চশমার ফ্রেমে
কোনো আঙ্গুল ছোটে না, নিজ খেয়ালে,
কারো চুল,কারো ভুল এখন আর ফোটে না,
ছোট্ট ঘরের, সেই ছোট্ট দেয়ালে।

যদি ক্লান্ত হয় কভু, নিজের চুলে
বিলি কাটা সেই আঙ্গুল!
গন্ধ শুঁকে শুঁকে, যদি ছিঁড়ে ফেলি কোনো ফুল!
তবুও যাবো না, ফিরে থাকাবো না
দিয়ে যাবো আজীবন মাশুল।

তবে একবার যদি আসে সেই সময়
ভীষণ ঘুমের ঘোরে হঠাৎ কেঁপে উঠে
তোমার হৃদয়!
আমি আসব ফিরে, কোনো এক নিশীত ভোরে
কাটাতে তোমার অনুশোচনার ভয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মহেশখালীতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্ট গার্ড

SBN

SBN

যদিও আসি

আপডেট সময় ১১:১৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

সোনিয়া আখন্দ

তোমাকে না পাওয়ার চিৎকার গুলো
আজ বন্দী কারাগারে।
সদর দরজায়, কড়া পাহাড়ায়,
রেখে দিয়েছি চাতক পাখিটারে!

তুমি, শুধু কী তুমি ছিলে?
আমি জেনেছি তোমার চোখে-
শান্ত আকাশ,নীলে নীলে ভরা,
কুসুমের মতো মন, করলে না যতন,
দিয়ে গেলে নিদারুণ চৈত্রের খরা!

দিন যাচ্ছে বয়ে স্রোতের মতো,
সুকান্তের ঝলসানো চাঁদ এখনো উঠে!
নদীরা ছুটে চলে সাগরটানে,
অশান্ত প্রেম মিলেমিশে একাকার
প্রিয়সীর নিষিদ্ধ ঠোঁটে।

সুতা কাটা সে-ই ঘুড়িটার মায়ায়,
নাটাই টা অযতনে বদ্ধ ঘরে।
সুনসান নীরবতা, অসহায় সরলতা,
আমি যেনো খুব আলাদা,এই কোলাহল শহরে।

হঠাৎ বদল করা চশমার ফ্রেমে
কোনো আঙ্গুল ছোটে না, নিজ খেয়ালে,
কারো চুল,কারো ভুল এখন আর ফোটে না,
ছোট্ট ঘরের, সেই ছোট্ট দেয়ালে।

যদি ক্লান্ত হয় কভু, নিজের চুলে
বিলি কাটা সেই আঙ্গুল!
গন্ধ শুঁকে শুঁকে, যদি ছিঁড়ে ফেলি কোনো ফুল!
তবুও যাবো না, ফিরে থাকাবো না
দিয়ে যাবো আজীবন মাশুল।

তবে একবার যদি আসে সেই সময়
ভীষণ ঘুমের ঘোরে হঠাৎ কেঁপে উঠে
তোমার হৃদয়!
আমি আসব ফিরে, কোনো এক নিশীত ভোরে
কাটাতে তোমার অনুশোচনার ভয়।