ঢাকা ০৫:১১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

যদি এমন এক বন্ধু হতো

যদি এমন এক বন্ধু হতো
রাশেদ সরদার

যদি এমন একজন বন্ধু হতো
সে মন নিয়ে খেলবে না,
বরং মনকে যতন করে রাখবে হৃদ কমলে,
চোখে জল ঝরতে দেখলে বলবে,
আরে, তোর চোখে বন্ধু জল মানায় না
বরং তোর চোখে তো মানায় কালো কাজল।
তোর ঐ হরিণী যুগলদ্বয়ে বেশ! ভালো লাগে।

যদি এমন এক বন্ধু হতো,
যার সাথে কখনো বিচ্ছেদ ঘটবে না,
প্রেম দিয়ে বন্ধুত্ব কে আগলে রাখবে।
মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হাত ছাড়বে না
বলবে আমি তোর পাশে আছি বন্ধু।
আর থাকবো সারা জীবন।

যদি এমন এক বন্ধু হতো,
যে বন্ধুত্বের মাঝে থাকবে না কোন অবহেলা
থাকবে শুধু আপন করে নেওয়ার চেষ্টা।
থাকবে না কোন অভিমান অভিযোগ
সহস্র অভিমান ভেঙে দিয়ে বলবে
দুঃখ করিস না,
আমি তোর পাশে আছি বন্ধু।

যদি এমন এক বন্ধু হতো,
সহস্র দুঃখ কষ্ট দেখে ছেড়ে যাবে না
বরং বলবে আমি তোর পাশে আছি
তুই এত ভয় পাস কেন?
শান্তনা দিয়ে শত কষ্ট নিমিষেই দূর করে দিবে।

যদি এমন এক বন্ধু হতো
যার গল্প দিয়ে শুরু হবে প্রভাত বেলা
সারাদিন গল্প করলেও শেষ হবে না।
পুবের বানু পশ্চিমে অস্ত যাবে
গোধূলি লগ্ন বয়ে যাবে প্রকৃতি জুড়ে
পাখিরা উড়ে আপন নীড়ে ফিরবে
তবু তার কথা শেষ হবে না।

যদি এমন এক বন্ধু হতো
যে বাবার মতো মাথার উপর ছায়া দিয়ে রাখবে
মায়ের মতো সেন্হ মায়া মমতা ভালোবাসা দিবে,
ভাইয়ের মতো সর্ব সময় পাশে থাকবে।
বোনের মতো আদর করবে।

যদি এমন এক বন্ধু হতো,
নিঃস্বার্থে ভালোবেসে যাবে সারাজীবন
যে ভালোবাসার মধ্যে কোন স্বার্থের টান পরবে না।
চাতক পাখির মতো চরাচরে
আমি এমনই এক বন্ধু খুঁজে বেড়াই
পাবো কী না আজও অব্দি জানি না।

আপলোডকারীর তথ্য

চট্টগ্রামের আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ মাদক কারবারীকে আটক

SBN

SBN

যদি এমন এক বন্ধু হতো

আপডেট সময় ০৬:৪৫:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

যদি এমন এক বন্ধু হতো
রাশেদ সরদার

যদি এমন একজন বন্ধু হতো
সে মন নিয়ে খেলবে না,
বরং মনকে যতন করে রাখবে হৃদ কমলে,
চোখে জল ঝরতে দেখলে বলবে,
আরে, তোর চোখে বন্ধু জল মানায় না
বরং তোর চোখে তো মানায় কালো কাজল।
তোর ঐ হরিণী যুগলদ্বয়ে বেশ! ভালো লাগে।

যদি এমন এক বন্ধু হতো,
যার সাথে কখনো বিচ্ছেদ ঘটবে না,
প্রেম দিয়ে বন্ধুত্ব কে আগলে রাখবে।
মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত হাত ছাড়বে না
বলবে আমি তোর পাশে আছি বন্ধু।
আর থাকবো সারা জীবন।

যদি এমন এক বন্ধু হতো,
যে বন্ধুত্বের মাঝে থাকবে না কোন অবহেলা
থাকবে শুধু আপন করে নেওয়ার চেষ্টা।
থাকবে না কোন অভিমান অভিযোগ
সহস্র অভিমান ভেঙে দিয়ে বলবে
দুঃখ করিস না,
আমি তোর পাশে আছি বন্ধু।

যদি এমন এক বন্ধু হতো,
সহস্র দুঃখ কষ্ট দেখে ছেড়ে যাবে না
বরং বলবে আমি তোর পাশে আছি
তুই এত ভয় পাস কেন?
শান্তনা দিয়ে শত কষ্ট নিমিষেই দূর করে দিবে।

যদি এমন এক বন্ধু হতো
যার গল্প দিয়ে শুরু হবে প্রভাত বেলা
সারাদিন গল্প করলেও শেষ হবে না।
পুবের বানু পশ্চিমে অস্ত যাবে
গোধূলি লগ্ন বয়ে যাবে প্রকৃতি জুড়ে
পাখিরা উড়ে আপন নীড়ে ফিরবে
তবু তার কথা শেষ হবে না।

যদি এমন এক বন্ধু হতো
যে বাবার মতো মাথার উপর ছায়া দিয়ে রাখবে
মায়ের মতো সেন্হ মায়া মমতা ভালোবাসা দিবে,
ভাইয়ের মতো সর্ব সময় পাশে থাকবে।
বোনের মতো আদর করবে।

যদি এমন এক বন্ধু হতো,
নিঃস্বার্থে ভালোবেসে যাবে সারাজীবন
যে ভালোবাসার মধ্যে কোন স্বার্থের টান পরবে না।
চাতক পাখির মতো চরাচরে
আমি এমনই এক বন্ধু খুঁজে বেড়াই
পাবো কী না আজও অব্দি জানি না।