ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত- ৫ Logo বুড়িচংয়ে ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও ইউপি সদস্য সহ দুই জন গ্রেফতার Logo চাকরিচ্যুতদের স্ব-পদে পুনর্বহালের দাবিতে উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজে মানববন্ধন Logo মুরাদনগরে প্রকাশ্য দিবালোকে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন Logo লালমোহনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ এক জেলে আটক Logo ‎লালমনিরহাটে বিশেষ ট্রেন বরাদ্দ না পাওয়ায় ৬ ঘন্টা রেলপথ অবরোধ Logo বরুড়ায় অবৈধভাবে মাটি উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা Logo দারিদ্র্য বিমোচন ও উদ্ভাবনে চীনের সাফল্য প্রশংসিত Logo তাইওয়ানে অস্ত্র বিক্রি করে পুনরেকীকরণ বাধাগ্রস্ত করা যাবে না Logo বসন্ত উৎসব গালার মাসকট দেশজুড়ে প্রদর্শিত

যশোরে ইন্সটিটিউটে ৮ জানুয়ারি থেকে চারদিন নাট‍্য উৎসব

Exif_JPEG_420

উৎপল ঘোষ, যশোর জেলা প্রতিনিধি :
যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদের আয়োজনে বি. সরকার ঘূর্ণায়মান রঙ্গমঞ্চে আগামী ৮ জানুয়ারি রবিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী নাট্য উৎসব। উৎসব চলবে আগামী ১১ জানুয়ারি বুধবার পর্যন্ত। জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। উদ্বোধনী দিন সন্ধ্যা ৬টায় শিপন চৌধূরী রচিত ও স্বপন দাসের নির্দেশনায় এবং ইন্সটিটিউট নাট্যকলা সংসদের পরিবেশনায় নাটক “রক্তস্নান” পরিবেশিত হবে।
পরদিন ৯ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬ টায় শাহীন রহমান রচিত ও আসিফ খানের নির্দেশনায় এবং ব্যঞ্জন যশোরের পরিবেশনায় নাটক ‘শেষ গহ্বর’ পরিবেশিত হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় মাস-উদ-জামান রচিত ও নির্দেশিত এবং শব্দ থিয়েটারের পরিবেশনায় নাটক “অব্যক্ত আঁধার ”পরিবেশিত হবে। পরদিন ১০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় টিটো রেদওয়ান রচিত ও নির্দেশিত এবং দিনাজপুর ভৈরব থিয়েটারের পরিবেশনায় নাটক “দানেশ উপ্যাখান” পরিবেশিত হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় শ্যামলতনু দাসগুপ্ত রচিত ও আলমগীর হোসেন বাবু নির্দেশিত এবং তির্যক যশোরের পরিবেশনায় নাটক “চোরেদের লজ্জা হলো” পরিবেশিত হবে। চারদিনব্যাপী নাট্য উৎসবের শেষ দিন ১১ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬ টায় মাইকেল মধুসূদন দত্ত রচিত ও স্বপনের নির্দেশনায় এবং নাট্যকলা সংসদের পরিবেশনায় নাটক “বুড়ো শালিকের ঘাড়ে রোঁ”পরিবেশিত হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বৈদ্যনাথ অধিকারীর নির্দেশনায় ও বিবর্তন যশোরের পরিবেশনায় নাটক “পাইছো চোরের কিচ্ছা”পরিবেশিত হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত- ৫

SBN

SBN

যশোরে ইন্সটিটিউটে ৮ জানুয়ারি থেকে চারদিন নাট‍্য উৎসব

আপডেট সময় ০২:৫৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩

উৎপল ঘোষ, যশোর জেলা প্রতিনিধি :
যশোর ইন্সটিটিউটের নাট্যকলা সংসদের আয়োজনে বি. সরকার ঘূর্ণায়মান রঙ্গমঞ্চে আগামী ৮ জানুয়ারি রবিবার থেকে শুরু হচ্ছে চার দিনব্যাপী নাট্য উৎসব। উৎসব চলবে আগামী ১১ জানুয়ারি বুধবার পর্যন্ত। জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যশোর ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম আজাদ লিটু। উদ্বোধনী দিন সন্ধ্যা ৬টায় শিপন চৌধূরী রচিত ও স্বপন দাসের নির্দেশনায় এবং ইন্সটিটিউট নাট্যকলা সংসদের পরিবেশনায় নাটক “রক্তস্নান” পরিবেশিত হবে।
পরদিন ৯ জানুয়ারি সোমবার সন্ধ্যা ৬ টায় শাহীন রহমান রচিত ও আসিফ খানের নির্দেশনায় এবং ব্যঞ্জন যশোরের পরিবেশনায় নাটক ‘শেষ গহ্বর’ পরিবেশিত হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় মাস-উদ-জামান রচিত ও নির্দেশিত এবং শব্দ থিয়েটারের পরিবেশনায় নাটক “অব্যক্ত আঁধার ”পরিবেশিত হবে। পরদিন ১০ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় টিটো রেদওয়ান রচিত ও নির্দেশিত এবং দিনাজপুর ভৈরব থিয়েটারের পরিবেশনায় নাটক “দানেশ উপ্যাখান” পরিবেশিত হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় শ্যামলতনু দাসগুপ্ত রচিত ও আলমগীর হোসেন বাবু নির্দেশিত এবং তির্যক যশোরের পরিবেশনায় নাটক “চোরেদের লজ্জা হলো” পরিবেশিত হবে। চারদিনব্যাপী নাট্য উৎসবের শেষ দিন ১১ জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬ টায় মাইকেল মধুসূদন দত্ত রচিত ও স্বপনের নির্দেশনায় এবং নাট্যকলা সংসদের পরিবেশনায় নাটক “বুড়ো শালিকের ঘাড়ে রোঁ”পরিবেশিত হবে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বৈদ্যনাথ অধিকারীর নির্দেশনায় ও বিবর্তন যশোরের পরিবেশনায় নাটক “পাইছো চোরের কিচ্ছা”পরিবেশিত হবে।