ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে Logo সুদানে সন্ত্রাসী হামলায় শহীদ জাহাঙ্গীর আলম, পিতৃহারা হলো তিন বছরের ইরফান Logo রক্তের কালিতে লেখা ১৪ ডিসেম্বর—শোক ও গৌরবের শহীদ বুদ্ধিজীবী দিবস Logo হাদির উপর গুলির ঘটনার প্রতিবাদে মানববন্ধন থেকে ফেরার পথে ২ জনকে কুপিয়ে জখম Logo ওসমান হাদির সুস্থতা কামনায় মুরাদনগরে দোয়া মাহফিল Logo রাণীনগরে ৬০০ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ Logo কালীগঞ্জে অপহরণের ১৬ ঘন্টা পর এক যুবককে উদ্ধার, তিন অপহরণকারী গ্রেফতার Logo শরীফ ওসমান হাদীর ওপর হামলার পর সীমান্তে বিজিবির কড়া নিরাপত্তা Logo দীগলটারীতে ভাঙা সেতুর কারণে দুই পাড়ের পাঁচ শতাধিক মানুষের চরম দুর্ভোগ Logo নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দশম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু 

যশোর বিস্ফোরক ,হত‍্যার চেষ্টা ও অস্ত্র মামলাসহ আটক -৫

যশোর প্রতিনিধি : যশোর জেলার কোতয়ালী থানা এলাকা হতে বিস্ফোরক মামলার ০৩ জন ও হত্যা চেষ্টা মামলার ০১ জন এবং অস্ত্র মামলার ০১ জন সহ মোট ০৫ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, কোম্পানির লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সাকিব হাসান বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিভিন্ন সময় নাশকতায় সৃষ্টি করে জনগণের জান ও মালের ক্ষতিসাধন করার অপরাধে রুজুকৃত মামলার কয়েকজন পলাতক আসামী যশোর কোতয়ালী থানাধীন শংকরপুর ও খড়কী এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ইং ১৩ আগষ্ট ২০২৩ তারিখ রাতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী থানাধীন শংকরপুর ও খড়কী এলাকায় দীর্ঘ ০৩ ঘন্টা যাবত রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করেন। এসময় বিস্ফোরক মামলার পলাতক আসামী (১) আব্দুর মালেক (৪২), পিতা- ইনতাজ আলী, সাং-চোপদার পাড়া হারুন কলোনী শংকরপুর, (২) ইমরান (৩৪), পিতা- ইমরাজ, সাং-চোপদার পাড়া শংকরপুর, (৩) মোঃ পলাশ ধলা (৩৫), পিতা- ওয়াজেদ আলী, সাং- খোড়কী দক্ষিণপাড়া, সর্ব থানা- কোতয়ালী, জেলা- যশোর ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী (৪) মোঃ মুন্না (৪০), পিতা- মৃতঃ নুরু মস্ত্রিী, সাং- আঃ করমি রোড় খড়কি মোড়, থানা- কোতয়ালী, জেলা- যশোর এবং অস্ত্র মামলার পলাতক আসামী ৫। মোঃ রাজু মোল্যা (৩৬), পিতা- মোঃ রওশন মোল্যা, সাং-নারাঙ্গালী, থানা- কোতয়ালী, জেলা- যশোরদরে’কে গ্রফতোর কর। গ্রেফতারকৃত আসামী মোঃ পলাশ ধলা (৩৫) এর বিরুদ্ধে ০৪ টি বিস্ফোরক মামলা, ০১ টি অস্ত্র মামলা ও ০১ টি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি-জামায়াত নিধন করা ওসি জাবীদ এখন ঝিনাইদহ পিবিআইতে

SBN

SBN

যশোর বিস্ফোরক ,হত‍্যার চেষ্টা ও অস্ত্র মামলাসহ আটক -৫

আপডেট সময় ০৬:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩

যশোর প্রতিনিধি : যশোর জেলার কোতয়ালী থানা এলাকা হতে বিস্ফোরক মামলার ০৩ জন ও হত্যা চেষ্টা মামলার ০১ জন এবং অস্ত্র মামলার ০১ জন সহ মোট ০৫ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর।

যশোর র‌্যাব-৬, সিপিসি-৩, কোম্পানির লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সাকিব হাসান বলেন, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিভিন্ন সময় নাশকতায় সৃষ্টি করে জনগণের জান ও মালের ক্ষতিসাধন করার অপরাধে রুজুকৃত মামলার কয়েকজন পলাতক আসামী যশোর কোতয়ালী থানাধীন শংকরপুর ও খড়কী এলাকায় আত্মগোপনে আছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ইং ১৩ আগষ্ট ২০২৩ তারিখ রাতে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল যশোর জেলার কোতয়ালী থানাধীন শংকরপুর ও খড়কী এলাকায় দীর্ঘ ০৩ ঘন্টা যাবত রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করেন। এসময় বিস্ফোরক মামলার পলাতক আসামী (১) আব্দুর মালেক (৪২), পিতা- ইনতাজ আলী, সাং-চোপদার পাড়া হারুন কলোনী শংকরপুর, (২) ইমরান (৩৪), পিতা- ইমরাজ, সাং-চোপদার পাড়া শংকরপুর, (৩) মোঃ পলাশ ধলা (৩৫), পিতা- ওয়াজেদ আলী, সাং- খোড়কী দক্ষিণপাড়া, সর্ব থানা- কোতয়ালী, জেলা- যশোর ও হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী (৪) মোঃ মুন্না (৪০), পিতা- মৃতঃ নুরু মস্ত্রিী, সাং- আঃ করমি রোড় খড়কি মোড়, থানা- কোতয়ালী, জেলা- যশোর এবং অস্ত্র মামলার পলাতক আসামী ৫। মোঃ রাজু মোল্যা (৩৬), পিতা- মোঃ রওশন মোল্যা, সাং-নারাঙ্গালী, থানা- কোতয়ালী, জেলা- যশোরদরে’কে গ্রফতোর কর। গ্রেফতারকৃত আসামী মোঃ পলাশ ধলা (৩৫) এর বিরুদ্ধে ০৪ টি বিস্ফোরক মামলা, ০১ টি অস্ত্র মামলা ও ০১ টি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন রয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের যশোর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।