
চীনের রাষ্ট্রীয় পরিষদের শুল্ক কমিশন ‘যুক্তরাষ্ট্রে উৎপন্ন ও আমদানি করা পণ্যের উপর শুল্ক ৩৪ শতাংশ থেকে ৮৪ শতাংশে পরিবর্তন করেছে। রাষ্ট্রীয় পরিষদের অনুমোদনক্রমে গত (বুধবার) প্রকাশিত এক ঘোষণাপত্রে কমিশন জানিয়েছে, ২০২৫ সালের ১০ এপ্রিল দুপুর ১২টা ১ মিনিট থেকে নতুন এ শুল্ক কার্যকর হবে।,
ঘোষণায় বলা হয়েছে যে, ২০২৫ সালের ৮ই এপ্রিল মার্কিন সরকার যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া চীনা পণ্যের উপর ‘সমতুল্য শুল্ক’ ৩৪ শতাংশ থেকে ৮৪ শতাংশে বাড়ানোর ঘোষণা দিয়েছে। চীনের উপর শুল্ক বৃদ্ধির মার্কিন পদক্ষেপ একের পর এক ভুল সিদ্ধান্ত। এটি চীনের বৈধ অধিকার ও স্বার্থের গুরুতর লঙ্ঘন করে এবং নিয়ম-ভিত্তিক বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।
চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে তার ভুল আচরণ সংশোধন করতে, চীনের বিরুদ্ধে সমস্ত একতরফা শুল্ক ব্যবস্থা বাতিল করতে এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সমান সংলাপের মাধ্যমে চীনের সাথে মতবিরোধগুলো সঠিকভাবে সমাধান করার তাগিদ দেয়।
সূত্র: লিলি-হাশিম-তুহিনা, চায়না মিডিয়া গ্রুপ।