
রক্তের রণক্ষেত্র
এইচ এম রানা
রক্তের স্রোতের ধারায়
লোনা জল তুচ্ছ হয়,
বিষধর সাপ থেকে
পেশাধর খুনি হয়।
লাঠিয়াল লাঠি নিয়ে
রণক্ষেতে ছুটে আয়,
রক্তের দাবানলে পুষ্প
ও শিখা হয়।
অতিশয় নিষ্ঠুর
বিধাতা মানে না,
নির্দয় মনে তার
ভয় আর চলে না।
নিদারুণ যন্ত্রণা
ভয়ানক দৃশ্য,
রক্তের রণক্ষেত
করেছেতো শিষ্য।
যত আছে লাফঝাঁফ
সে নাকি ভন্ড,
ভুল করে হাত পেতে
নেন শুধু দন্ড।
রক্তের স্রোতে
ভাসমান দৃশ্য,
চক্ষুর লোনা জলে
হয়ে যায় অদৃশ্য।
মুক্তির লড়াই ডেস্ক : 

























