ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo মুরাদনগরে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ Logo ভাঙ্গা কবরের উপরে হাত-পা বাঁধা অবস্থায় নারীর মরদেহ উদ্ধার Logo বরুড়ায় সাত হাজার কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ Logo শাহরাস্তিতে এসএসসি পরিক্ষায় উত্তর বলে দেয়ায় হল সুপার আটক। ৩ শিক্ষক প্রত্যাহার Logo উখিয়ায় কলেজ শিক্ষক খুন Logo রাঙ্গামাটিতে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ Logo ঈশ্বরগঞ্জে সেতু নির্মান কাজে অনিয়মের অভিযোগ Logo লালমনিরহাটে নদীতে ডুবে যাওয়ার একদিন পর শিশুর মরদেহ উদ্ধার Logo কম্বোডিয়া ও চীনের মধ্যে চলচ্চিত্র-সহ বিভিন্ন সাংস্কৃতিক ক্ষেত্রে চুক্তি Logo চীনে ভ্রমণের জন্য সুবিধাজনক ও বন্ধুত্বপূর্ণ ভোক্তা পরিবেশ তৈরি

রঙ বে রঙের রং

রঙ বে রঙের রং
মোঃ রহমত আলী, খালিশপুর, খুলনা

রঙ বে রঙের ভালোবাসা
পাওয়ার বড় আশা।
মিছেই মায়ার গুন’গুনানি’তে
দোতারা’ টা,ছিঁড়ে হলে একতারা,
একলা ঘরে থাকতে হবে
ভাবতে-ভাবতে কলম
কালি লাল হলো যা।

রঙ বে রঙের করুন কান্না,
মাপতে গেলে ওজন হয় না।
ইচ্ছা পূরণে অশ্রু ঝরে,
হারিয়ে গেলে খুঁজতে
থাকে কাঁদতে কাঁদতে।

রঙ বে রঙের কানের
কথায় কান দিওনা
পাগল মনা -মন আমার।
রঙ্গের জ্ঞানের সনে রং
মিলিয়ে, রঙের রং- বে-রঙ!
চিন্তা করে নিও।

রঙ বে রঙ্গের চোখের দেখায়
চোখ দিওনা হিরা’মন !
কদম সামলে চলে নিও
ঈমান আমূল খোয়া না যায়
চোখ দেখে চোখ নিও।

রঙ বে রঙের সুরাত দেখে
সিরাত বোঝা দায়,
মাসুম সবে, সবে’-ই বুঝি
সুষম কোথায় রায়।
চোখ কানা ণা মন কানা
আজে কতো’ক জ্ঞানের
বিবেক জ্ঞানী কানা।

রঙ বে রঙের বইয়ের
পাতায়, লেখক লিখে
বৈজ্ঞানিক কথায়,
ইতিহাস আমা জানা-না’র আছে,
বানর আগে না আদম(আঃ)আগে।
যেমন আছে প্রবাদ বটে
ডিম আগে না’ মুরগি আগে।
বে রং কে রঙ বানিয়ে
চায় কে ! সবের বদন
চেপে দিতে ছেপে।

রঙ বে রঙের দেমাগ য’তো
ঈমান বেঁচে ইলম কেনায়,
ছেঁড়া থলে ভর্তে চাহে,
আলেয়া-র কাহিনী বুঝে বুঝায়ে।
অবুঝ শিশু বটেই কমল কিছু !
বুঝবে সবই সময়-পারে,
হেদায়েত যবে গায়বী-পাবে।

রঙ বে রঙ্গের কেচ্ছা কতক,
রঙ্গের রঙে মিলিয়ে-ফেলিল।
খুঁটিয়ে খুঁটিয়ে তুলতে হবে,
বিবেক সনে বুদ্ধির ওজনে,
মনের পরিমাপে। জ্ঞানের-জ্ঞানে,
হক ! লুফেন যে জনে,
আসল জ্ঞানী মহা সে জনে।

রঙ বে রঙের ভালোবাসা
পাবার মিটিল আশা,
যে রঙ বোঝাতে চাহে
হক কিতাব আসমানী !
তা -না বুঝি মোরা।
উল্টো কেন বুঝাতে
চায় রং কথা-কণা।
জানিনা আমি ঠিক বুঝে
সবে কেন ? একটু বেশি !
রব তায়ালা হতে-ও কী ? অধিক!
নিজ নিজ মনের বেকার
কর্মেই হবু -হে -বে ঠিক
দু-কূলের রঙ বে রঙের রং !!

আপলোডকারীর তথ্য

মুরাদনগরে কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণ

SBN

SBN

রঙ বে রঙের রং

আপডেট সময় ০৬:৩৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

রঙ বে রঙের রং
মোঃ রহমত আলী, খালিশপুর, খুলনা

রঙ বে রঙের ভালোবাসা
পাওয়ার বড় আশা।
মিছেই মায়ার গুন’গুনানি’তে
দোতারা’ টা,ছিঁড়ে হলে একতারা,
একলা ঘরে থাকতে হবে
ভাবতে-ভাবতে কলম
কালি লাল হলো যা।

রঙ বে রঙের করুন কান্না,
মাপতে গেলে ওজন হয় না।
ইচ্ছা পূরণে অশ্রু ঝরে,
হারিয়ে গেলে খুঁজতে
থাকে কাঁদতে কাঁদতে।

রঙ বে রঙের কানের
কথায় কান দিওনা
পাগল মনা -মন আমার।
রঙ্গের জ্ঞানের সনে রং
মিলিয়ে, রঙের রং- বে-রঙ!
চিন্তা করে নিও।

রঙ বে রঙ্গের চোখের দেখায়
চোখ দিওনা হিরা’মন !
কদম সামলে চলে নিও
ঈমান আমূল খোয়া না যায়
চোখ দেখে চোখ নিও।

রঙ বে রঙের সুরাত দেখে
সিরাত বোঝা দায়,
মাসুম সবে, সবে’-ই বুঝি
সুষম কোথায় রায়।
চোখ কানা ণা মন কানা
আজে কতো’ক জ্ঞানের
বিবেক জ্ঞানী কানা।

রঙ বে রঙের বইয়ের
পাতায়, লেখক লিখে
বৈজ্ঞানিক কথায়,
ইতিহাস আমা জানা-না’র আছে,
বানর আগে না আদম(আঃ)আগে।
যেমন আছে প্রবাদ বটে
ডিম আগে না’ মুরগি আগে।
বে রং কে রঙ বানিয়ে
চায় কে ! সবের বদন
চেপে দিতে ছেপে।

রঙ বে রঙের দেমাগ য’তো
ঈমান বেঁচে ইলম কেনায়,
ছেঁড়া থলে ভর্তে চাহে,
আলেয়া-র কাহিনী বুঝে বুঝায়ে।
অবুঝ শিশু বটেই কমল কিছু !
বুঝবে সবই সময়-পারে,
হেদায়েত যবে গায়বী-পাবে।

রঙ বে রঙ্গের কেচ্ছা কতক,
রঙ্গের রঙে মিলিয়ে-ফেলিল।
খুঁটিয়ে খুঁটিয়ে তুলতে হবে,
বিবেক সনে বুদ্ধির ওজনে,
মনের পরিমাপে। জ্ঞানের-জ্ঞানে,
হক ! লুফেন যে জনে,
আসল জ্ঞানী মহা সে জনে।

রঙ বে রঙের ভালোবাসা
পাবার মিটিল আশা,
যে রঙ বোঝাতে চাহে
হক কিতাব আসমানী !
তা -না বুঝি মোরা।
উল্টো কেন বুঝাতে
চায় রং কথা-কণা।
জানিনা আমি ঠিক বুঝে
সবে কেন ? একটু বেশি !
রব তায়ালা হতে-ও কী ? অধিক!
নিজ নিজ মনের বেকার
কর্মেই হবু -হে -বে ঠিক
দু-কূলের রঙ বে রঙের রং !!