ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিশ্ব শিশু দিবসে কমলাপুরে সিড ফাউন্ডেশনের র‌্যালি ও হ্যান্ডপ্রিন্ট অঙ্গীকার Logo ভূমিকম্পে কুমিল্লার ৮০ জন গার্মেন্টস কর্মী পেনিক এ্যাটাকে আক্রান্ত Logo ভূমিকম্পে ৩ জেলায় ৭ জনের মৃত্যু, আহত দুই শতাধিক Logo রাজধানীর বংশালে ভূমিকম্পে তিন পথচারী নিহত Logo গুগল ম্যাপ অনুসরণ করে প্রেমিকের বাড়িতে প্রেমিকা, এলাকায় চাঞ্চল্য Logo ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্প অনুভূত Logo রাঙ্গামাটিতে সশস্ত্র বাহিনী দিবসে পিসিসিপির কেন্দ্রীয় কমিটির শুভেচ্ছা Logo সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা Logo ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস: ইতিহাস, ত্যাগ আর দেশের প্রতি অটল প্রতিশ্রুতির দিন Logo ধূমপান বিষপান

রঙ বে রঙের রং

রঙ বে রঙের রং
মোঃ রহমত আলী, খালিশপুর, খুলনা

রঙ বে রঙের ভালোবাসা
পাওয়ার বড় আশা।
মিছেই মায়ার গুন’গুনানি’তে
দোতারা’ টা,ছিঁড়ে হলে একতারা,
একলা ঘরে থাকতে হবে
ভাবতে-ভাবতে কলম
কালি লাল হলো যা।

রঙ বে রঙের করুন কান্না,
মাপতে গেলে ওজন হয় না।
ইচ্ছা পূরণে অশ্রু ঝরে,
হারিয়ে গেলে খুঁজতে
থাকে কাঁদতে কাঁদতে।

রঙ বে রঙের কানের
কথায় কান দিওনা
পাগল মনা -মন আমার।
রঙ্গের জ্ঞানের সনে রং
মিলিয়ে, রঙের রং- বে-রঙ!
চিন্তা করে নিও।

রঙ বে রঙ্গের চোখের দেখায়
চোখ দিওনা হিরা’মন !
কদম সামলে চলে নিও
ঈমান আমূল খোয়া না যায়
চোখ দেখে চোখ নিও।

রঙ বে রঙের সুরাত দেখে
সিরাত বোঝা দায়,
মাসুম সবে, সবে’-ই বুঝি
সুষম কোথায় রায়।
চোখ কানা ণা মন কানা
আজে কতো’ক জ্ঞানের
বিবেক জ্ঞানী কানা।

রঙ বে রঙের বইয়ের
পাতায়, লেখক লিখে
বৈজ্ঞানিক কথায়,
ইতিহাস আমা জানা-না’র আছে,
বানর আগে না আদম(আঃ)আগে।
যেমন আছে প্রবাদ বটে
ডিম আগে না’ মুরগি আগে।
বে রং কে রঙ বানিয়ে
চায় কে ! সবের বদন
চেপে দিতে ছেপে।

রঙ বে রঙের দেমাগ য’তো
ঈমান বেঁচে ইলম কেনায়,
ছেঁড়া থলে ভর্তে চাহে,
আলেয়া-র কাহিনী বুঝে বুঝায়ে।
অবুঝ শিশু বটেই কমল কিছু !
বুঝবে সবই সময়-পারে,
হেদায়েত যবে গায়বী-পাবে।

রঙ বে রঙ্গের কেচ্ছা কতক,
রঙ্গের রঙে মিলিয়ে-ফেলিল।
খুঁটিয়ে খুঁটিয়ে তুলতে হবে,
বিবেক সনে বুদ্ধির ওজনে,
মনের পরিমাপে। জ্ঞানের-জ্ঞানে,
হক ! লুফেন যে জনে,
আসল জ্ঞানী মহা সে জনে।

রঙ বে রঙের ভালোবাসা
পাবার মিটিল আশা,
যে রঙ বোঝাতে চাহে
হক কিতাব আসমানী !
তা -না বুঝি মোরা।
উল্টো কেন বুঝাতে
চায় রং কথা-কণা।
জানিনা আমি ঠিক বুঝে
সবে কেন ? একটু বেশি !
রব তায়ালা হতে-ও কী ? অধিক!
নিজ নিজ মনের বেকার
কর্মেই হবু -হে -বে ঠিক
দু-কূলের রঙ বে রঙের রং !!

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্ব শিশু দিবসে কমলাপুরে সিড ফাউন্ডেশনের র‌্যালি ও হ্যান্ডপ্রিন্ট অঙ্গীকার

SBN

SBN

রঙ বে রঙের রং

আপডেট সময় ০৬:৩৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪

রঙ বে রঙের রং
মোঃ রহমত আলী, খালিশপুর, খুলনা

রঙ বে রঙের ভালোবাসা
পাওয়ার বড় আশা।
মিছেই মায়ার গুন’গুনানি’তে
দোতারা’ টা,ছিঁড়ে হলে একতারা,
একলা ঘরে থাকতে হবে
ভাবতে-ভাবতে কলম
কালি লাল হলো যা।

রঙ বে রঙের করুন কান্না,
মাপতে গেলে ওজন হয় না।
ইচ্ছা পূরণে অশ্রু ঝরে,
হারিয়ে গেলে খুঁজতে
থাকে কাঁদতে কাঁদতে।

রঙ বে রঙের কানের
কথায় কান দিওনা
পাগল মনা -মন আমার।
রঙ্গের জ্ঞানের সনে রং
মিলিয়ে, রঙের রং- বে-রঙ!
চিন্তা করে নিও।

রঙ বে রঙ্গের চোখের দেখায়
চোখ দিওনা হিরা’মন !
কদম সামলে চলে নিও
ঈমান আমূল খোয়া না যায়
চোখ দেখে চোখ নিও।

রঙ বে রঙের সুরাত দেখে
সিরাত বোঝা দায়,
মাসুম সবে, সবে’-ই বুঝি
সুষম কোথায় রায়।
চোখ কানা ণা মন কানা
আজে কতো’ক জ্ঞানের
বিবেক জ্ঞানী কানা।

রঙ বে রঙের বইয়ের
পাতায়, লেখক লিখে
বৈজ্ঞানিক কথায়,
ইতিহাস আমা জানা-না’র আছে,
বানর আগে না আদম(আঃ)আগে।
যেমন আছে প্রবাদ বটে
ডিম আগে না’ মুরগি আগে।
বে রং কে রঙ বানিয়ে
চায় কে ! সবের বদন
চেপে দিতে ছেপে।

রঙ বে রঙের দেমাগ য’তো
ঈমান বেঁচে ইলম কেনায়,
ছেঁড়া থলে ভর্তে চাহে,
আলেয়া-র কাহিনী বুঝে বুঝায়ে।
অবুঝ শিশু বটেই কমল কিছু !
বুঝবে সবই সময়-পারে,
হেদায়েত যবে গায়বী-পাবে।

রঙ বে রঙ্গের কেচ্ছা কতক,
রঙ্গের রঙে মিলিয়ে-ফেলিল।
খুঁটিয়ে খুঁটিয়ে তুলতে হবে,
বিবেক সনে বুদ্ধির ওজনে,
মনের পরিমাপে। জ্ঞানের-জ্ঞানে,
হক ! লুফেন যে জনে,
আসল জ্ঞানী মহা সে জনে।

রঙ বে রঙের ভালোবাসা
পাবার মিটিল আশা,
যে রঙ বোঝাতে চাহে
হক কিতাব আসমানী !
তা -না বুঝি মোরা।
উল্টো কেন বুঝাতে
চায় রং কথা-কণা।
জানিনা আমি ঠিক বুঝে
সবে কেন ? একটু বেশি !
রব তায়ালা হতে-ও কী ? অধিক!
নিজ নিজ মনের বেকার
কর্মেই হবু -হে -বে ঠিক
দু-কূলের রঙ বে রঙের রং !!