
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের রাউজানে খালেদা জিয়ার উপদেষ্টা এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের গাড়ি বহরে হামলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার সর্তার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।
গোলাম আকবর খন্দকারের ব্যক্তিগত সহকারী অর্জুন কুমার নাথ জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি মহিউদ্দিন আহমেদের কবর জেয়ারত করতে চট্টগ্রাম শহর থেকে রাউজান যাচ্ছিলেন তাঁরা।
এসময় সর্তারঘাট এলাকায় একটি পক্ষ তাদের গাড়ি বহরে হামলা চালায়। ইট-পাটকেল নিক্ষেপ করে একটি মোটর সাইকেলে আগুন দেওয়া হয়। এসময় গোলাম আকবর খন্দকারের অনুসারীরাও পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। হামলার ঘটনায় গোলাম আকবর খন্দরকারও আহত এবং তাঁর ব্যবহৃত গাড়িটিও ভাঙ্গচুরের শিকার হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে গোলাম আকবর খন্দকার জানান, সুশৃঙ্খল কর্মসূচিতে হামলা চালানো হয়েছে। এতে আমাদের ২০-২৫ জন আহত হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
উল্লেখ্য রাউজানে গত ৫ আগস্টের পর বিএনপির দুইটি পক্ষ বিভিন্ন সময় সংঘর্ষে জড়িয়েছে। পক্ষ দুইটি গোলাম আকবর খন্দকার এবং বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। ইতোমধ্যে এই দুইপক্ষের মধ্যে গেল একবছরে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।