
মো. কাওসার, রাঙামাটি
জমকালো আয়োজনে হ্রদ পাহাড়ের জেলা রাঙামাটিতে দাওয়াত ইসলামির উদ্যােগে জসনে জুলুস ঈদে মিলাদুননবী (সাঃ) পালিত হয়েছে। গতকাল (২৬ আগস্ট)বুধবার বিকালে রিজার্ভ বাজার জামে মসজিদ ঘাট থেকে কাপ্তাই হ্রদের স্বচ্ছ জলে ইঞ্জিন চালিত লঞ্চ ও বোটে যোগে এই জুলুস অনুষ্ঠিত হয়।
এসময়, ধর্মপ্রাণ মুসল্লীরা নামাজ শেষে দলে-দলে যোগ দিয়ে “নারে তকবীর, আল্লাহু আকবর” “নারে রিসালাত, ইয়া রাসুল আল্লাহ” ধ্বনিতে চষে বেড়িয়েছে লেক তীরবর্তী গোটা শহর।
রাঙামাটি জেলা দাওয়াত ইসলামির জুলুস আয়োজক কমিটির সদস্যরা বলেন, প্রিয় নবীর আগমনকে ঘিরে আশেকে রাসূলরা তাদের ভালোবাসা অনেক ভাবেই দেখাতে চাই যেমন সিরাত পালন কেউ পায়ে হেটে আবার কেউ’বা গাড়িতে বা ট্রেনে। আমাদের এই জেলা যেহেতু এক বিশাল কাপ্তাই হ্রদ বেষ্ঠিত।সেহেতু আমরা দাওয়াত ইসলামির পক্ষ থেকে প্রতি বছরের এই সময়ে খুব ঝাকঝমক পূর্ণ আয়োজনে নদী পথে “নৌ জুলুস” পালন করি। এবারও তার ব্যতিক্রম কিছু নয়।
এদিকে, চোখ ধাঁধানো এই আয়োজন এক নজর দেখতে আসা শহরের বিচ্ছিন্ন দীপের হাজারো ইসলাম ধর্মাবলম্বী নারী পুরুষ ও শিশুদের মুখে ছিলো আনন্দের ছাপ।