
মো: কাওসার, রাঙামাটি
রাঙামাটিতে প্রয়াত বন্ধুদের স্মরণে এসএসসি ব্যাচ-২০০২ ব্যাচের উদ্যোগে ও আয়োজনে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাঙামাটির ভেদাভেদীস্থ সরকারি শিশু সদনে এসএসসি ব্যাচ-২০০২ ব্যাচের উদ্যোগে এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শিশু সদনের মিলনায়তনে এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা প্রয়াত বন্ধু শওকত আলম,ইউছুফ আমির ইমন,কেশব শীল,অমিতেজ চাকমা,জুয়েল দাস,খোরশেদ আলম,লুৎফর নাহার নাজমা,আশরাফুলের স্মরণপূর্বক তাদের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করা হয়৷
আলোচনা পর্বের শেষে এসএসসি-২০০২ ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণে ও আত্মার শান্তি কামনায় দোয়া-মোনাজাত করা হয়।
এছাড়াও প্রয়াতদের আত্মার শান্তি কামনায় রাঙ্গামাটি শিশু পরিবারের ২ শতাধিক এতিমদের নিয়ে স্মরণসভা আয়োজন করা হয়েছে। উপস্থিত বাচ্চারা নিজ নিজ ধর্ম অনুযায়ী সকলের জন্য দোয়া প্রার্থনা করেন।
দোয়া ও মোনাজাত শেষে, রাঙামাটি সরকারি শিশু সদনসহ অন্যান্য অনাথ আশ্রমে ২ শতাধিক অসহায় ও অনাথ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়৷
উক্ত স্মরণসভায় এসএসসি ২০০২ ব্যাচের আমজাদ নান্টু, সাইদ বাবু, কামাল, শাহজালাল, ইউছুফ, সায়েমা, নাছিমা, মনির, জুয়েল, হানিফ, মামুন, হিরো, রাশেদ, রুবেল কর উপস্থিত ছিলেন।