
মো.কাওসার, রাঙামাটি
রাঙামাটিতে প্রশাসন সহ শ্রমিক সংগঠনের উদ্যোগে মে দিবস পালিত হয়েছে। বুধবার সকালে রাঙামাটি জেলা শ্রমিক লীগের উদ্যোগে রাঙামাটি জেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জাতীয় শ্রমিক লীগ রাঙামাটি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহমদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো মুছা মাতব্বর, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো শাওয়াল উদ্দিন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো শামসুল আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল মওলা, জেলা কৃষক লীগের সভাপতি জাহিদ আক্তার সহ সংশ্লিষ্ট নেতা কর্মীরা।
আলোচনা সভার আগে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যলয়ের সামনে এসে শেষ হয়।
এদিকে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এর সভাপতিত্বে দিবসটি উপলক্ষ্যে শহরের হ্যাপির মোড় এলাকা থেকে র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যলয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. নূয়েন খীসা, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, শ্রম কল্যাণ কেন্দ্রের ডা. ফারজানা আক্তারসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এরপর আগত অতিথিরা জেলা প্রশাসনের প্রাঙ্গণে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন।এর আগে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মুক্তির লড়াই ডেস্ক : 



























