মো:কাওসার, রাঙামাটি
বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি রাঙ্গামাটিতে রাত আনুমানিক সোয়া ৮টার সময় কাউখালী উপজেলার ঘাগড়া-বড়ইছড়ি সড়কে, সড়ক নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলেই ২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। নিহতরা হলেন, মো: আরিফ(২১) ও মো: সামবির(২০)।
পুলিশ, হাসপাতাল ও স্থানীয়রা জানিয়েছে, জেলার কাউখালী উপজেলার ঘাগড়ার বগাপাড়া এলাকায় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) রাত সোয়া আটটার সময় নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমিকবাহী মিনি ট্রাক নং- গাজীপুর ন-১১-০২১০ পাহাড়ী খাদে পড়ে গেলে ঘটনাস্থলে ২ জন নিহত ও ২৭ জন আহত হয়েছে। এরা সকলে রাঙামাটি শহর থেকে নির্মাণ শ্রমিক হিসেবে কাপ্তাই উপজেলায় ঢলাইয়ে’র কাজে যায়।
কাজ শেষ ঢালাই মিক্সার মেশিনসহ মিনি ট্রাকটি ফেরার পথে কাউখালী উপজেলার ঘাগড়া এলাকার বগাপাড়ার ব্রীজে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় একশ ফুট নিচে পাহাড়ী খাদে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার খরব পেয়ে দ্রুত সময়ে ঘাগড়া ক্যাম্পের সেনাবাহিনী সদস্য, কাউখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসসহ স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পৌঁছে দেয়। দূর্ঘটনায় নিহত মো: আরিফ শহরের রিজার্ভ বাজারস্থ মো: হানিফ মিয়ার ছেলে ও সামবির একই এলাকার মো: এরশাদ’র ছেলে। আহত ২৭ জনের মধ্যে ১১জনকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করছে সংশ্লিষ্টরা।
কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ২৭ জনকে আনা হয়। তাদের মধ্যে ১১ জনকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।