
মো.কাওসার, রাঙ্গামাটি
আগামী ১৫ই মার্চ রাঙ্গামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ রাঙ্গামাটির সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩:৩০ ঘটিকায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় । এ বছর ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ৮৫ হাজার ৮শ ৬০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। তন্মধ্যে ১২-৫৯ বছর বয়সী ৭৫ হাজার ৩০০শত ২৩ জন এবং ৬-১১ মাস বয়সী ১০ হাজার ৫ শত ৩৫ জন।
জেলার সিভিল সার্জন ডাক্তার নুয়েন খীসার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ।
সিভিল সার্জন তার বক্তব্য বলেন, এ বছর ১২৬০ টি কেন্দ্রের মাধ্যমে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে শিশুদের এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে,পর্যাপ্ত ক্যাপসুল আমরা পেয়েছি, আশা করছি আমরা এই কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করতে পারবো। এসময় তিনি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সাংবাদিক সম্মেলনের শুরুতেই সদ্য প্রয়াত সিনিয়র সাংবাদিক একেএম মকছুদ আহমেদের স্মরণে উপস্থিত সকলে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।সংবাদ সম্মেলনে রাঙ্গামাটিতে কর্মরত বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 


























