
মো. কাওসার, রাঙ্গামাটি
পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটিতে আনন্দ শোভাযাত্রা, লোকজ মেলা ও বিহারে বিহারে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ এপ্রিল) সোমবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে পৌরসভা প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়। বাঙ্গালী নারী পুরুষ সহ পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র জাতি গোষ্ঠির মানুষ বর্নিল এ বর্ষবরণ উৎসবে অংশ নেয়।
শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিন করে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। পরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। সমাজ কল্যান মন্ত্রনালয়ের সচিব ড. মোহাম্মদ মহিউদ্দিন মেলার উদ্বোধন করেন।
এসময় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে স্থাণীয় শিল্পীদের অংশ গ্রহণে বর্ষ বরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে বৈসাবি উৎসবের তৃতীয় দিনে আজ রাঙ্গামাটির প্রতিটি বিহারে পাহাড়ি জনগোষ্ঠি নববর্ষের বিশেষ প্রার্থনায় অংশ নেন।