
রাঙ্গামাটি প্রতিনিধি
মহান বিজয় উপলক্ষে জেলার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের সদস্যদের সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।সোমবার(১৬ ডিসেম্বর) সকালে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক মোঃ হাবিবুল্লাহ, পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি জেলার মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ,প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শহরের গণমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠানে পুলিশ সুপার এসএম ফরহাদ হোসেন বলেন, গণতন্ত্রকে বিভিন্ন ভাবে হরন করতে দেখেছি। সকল প্রকার দলীয় দিকগুলো বাদ দিয়ে দলমত নির্বিশেষে এদেশ গড়তে সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহবান জানান।
জেলা প্রশাসক মোঃ হাবিব উল্লাহ ২০২৪ সালের আগষ্ট মাসের গণআন্দোলনের কথা তুলে ধরে বলেন এই দেশ যত দিন থাকবে ততদিন এই দেশের মানুষ মুক্তিযোদ্ধাদের স্মরণ রাখিবে। তাই আমি রাঙামাটি সহ সারা দেশের মুক্তি যোদ্ধাদের আজকের দিনে স্মরণ করছি।
আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন জেলা প্রশাসক।মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক মহোদয় জিমনেশিয়াম প্রাঙ্গনে তিন দিনের বিজয় মেলার উদ্বোধন করেন।
এর আগে ভোরে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়, সকাল ৬ঃ৩৫ মিনিটে রাঙ্গামাটি শহীদ মিনারে রাঙ্গামাটির সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পন করে শহীদদের শ্রদ্ধা নিবেদন করেন।
মুক্তির লড়াই ডেস্ক : 





















