
রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর মিশন হাসপাতালের পাশে অবস্থিত মাজারের পানির পাম্পের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম শৈফু খিয়াং (৬০)। তিনি চন্দ্রঘোনা মিশন হাসপাতাল এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ১নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন জানান, চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পাশে একটি মাজারের পানির পাম্পের কাজ করার সময় ওই ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তিকে মিশন হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে কাপ্তাই থানার ওসি মোঃ মাসুদ জানান, বিদ্যুৎস্পৃস্টে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মুক্তির লড়াই ডেস্ক : 

























