মেঃ কাওসার, রাঙ্গামাটি
রাঙামাটি মেডিকেল কলেজ চালুর আনন্দ শোভাযাত্রায় সন্ত্রাসী হামলায় নিহত মনিরের নামে হল করার দাবি জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের।
বৃহস্পতিবার সকাল এগারোটায় রাঙামাটি মেডিকেল কলেজের গেইটের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
২০১৫ সালের ১০ জানুয়ারী রাঙামাটি মেডিকেল কলেজ চালুর আনন্দ শোভাযাত্রায় সন্ত্রাসী হামলায় নির্মমভাবে খুন হয় মনির হোসেন। মনিরের অবদানকে স্মরনিয় করে রাখার জন্য মেডিকেল কলেজের একটি হল ‘শহীদ’ মনিরের নামে নামকরণ করাসহ তার পরিবারকে সরকারি চাকরি দেওয়া ও পুনর্বাসন করার দাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি পৌর শাখা এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে ও পৌর সভাপতি পারভেজ মোশারফের সঞ্চালনায় সমাবেশে বক্তারা অবিলম্বে ‘শহীদ’ মনির হোসনের নামে মেডিকেল কলেজের একটি হলের নামকরণ করতে হবে এবং তার পরিবারকে পুনর্বাসন করতে হবে ও একই দিন সন্ত্রাসীদের হামলায় গুরতর আহত জামাল হোসেনকে ক্ষতিপূরণ দিতে হবে, দায়ী সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে বলে দাবী জানান অন্যথায় পিসিসিপি কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
এ সময় আরোও বক্তব্য রাখেন নিহত হওয়া মনিরের মা। তিনি তার বক্তব্যে বলেন, আমার ছেলে মেডিকেল কলেজের জন্য তার জীবন উৎসর্গ করেছে, আমি চাই আমার ছেলের নামে একটি হল এর নামকরণ করা হোক এবং আমার এক ছেলেকে চাকরি দেয়া হোক। আমাকে আগে জেলা প্রশাসন থেকে ১০ হাজার টাকা করে মাসিক ভাতা দেওয়া হতো সে ভাতাও আমি এখন পাচ্ছি না।