মো. কাওসার, রাঙামাটি
রাঙামাটি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ৩য় দিনের মতো ক্লাস বর্জন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অস্থায়ী ক্যাম্পাস থেকে একটি মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় তারা কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক বিভিন্ন গানের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে।
এসময় শিক্ষার্থীরা বলেন, ২০১৪ সালে আমাদের মেডিকেল কলেজ সহ সারা দেশে যে মেডিকেল কলেজগুলো স্থাপিত হয়েছিল এবং আমাদের পরে যে সমস্ত মেডিকেল কলেজগুলো স্থাপিত হয়েছে তারা স্থায়ী ক্যাম্পাস পেয়েছে, সেখানকার শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ সকল সুযোগ সুবিধা পাচ্ছে। অথচ আমাদের স্থায়ী ক্যাম্পাসের দাবীর খসড়াও এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি।
তাই আমরা বাধ্য হয়ে এই আন্দোলনে নেমেছি এবং আমাদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা ক্লাসে ফিরব না, যতদিন ক্যাম্পাসের কাজ শুরুর দৃশ্যমান কোনও কার্যক্রম চোখে পড়বে না ততদিন ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।
এতে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বক্তব্য প্রদান করে।