ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নওগাঁয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo উচ্চমানের উন্মুক্ততা ও বৈশ্বিক সহযোগিতায় চীনের প্রতিশ্রুতি Logo জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের সংগ্রামচিত্র : ৭৩১ Logo লুব্লিয়ানায় স্লোভেনিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াং ই’র বৈঠক Logo মার্কিন চিপের বিরুদ্ধে চীনের তদন্তকে সমর্থন করল সিএসআইএ Logo বৈশ্বিক প্রশাসন উদ্যোগ’ বিশ্বজুড়ে সমর্থনের কেন্দ্রবিন্দু Logo গাইবান্ধায় প্রস্তাবিত পলিটেকনিক ইনস্টিটিউট নির্মাণের দাবিতে মানববন্ধন Logo চান্দিনায় যুবদল নেতার নিয়ন্ত্রণে চলে ড্রেজার Logo ফাঁদসহ ১০৩ কেজি হরিণের মাংস, মাথা উদ্ধার : আটক -১ Logo ঢাকা ওয়াসায় স্বৈরাচারের দোসররা ধরা ছোয়ার বাইরে

রাজধানীতে প্রধান শিক্ষকের অত্যাচারে শিক্ষার্থী অভিভাবক অতিষ্ট

রাজধানী মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবযুগ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অত্যাচার, শিক্ষার্থীদের শরীরিক নির্যাতন ও অভিভাবকদের সাথে অসদাচরনে অতিষ্ট অভিভাবকগন।প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন না করলে বিদ্যালয়টি শিক্ষার্থীশুন্য হওয়ার আশন্কা করেছেন স্হানীয়রা।
অভিযোগ মতে- মোহাম্মদপুর শেরশাহ্ শাহী রোডে অবস্হিত নবযুগ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৬ সালে সেপ্টোম্বরে যোগদান করেন পারভীন আক্তার নামে একজন প্রধান শিক্ষিক। যোগদানের পর থেকেই তিনি একের পর এক অপকর্মের জন্মদিয়ে এলাকায় আলোচনায় আসলে ও শিক্ষার্থী অভিভাবক দের মাঝে ক্ষোভের সৃস্টি হয়েছে।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো,শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয় ঝাড়ু দেওয়া বাথরুম পরিস্কার করা যেন নিয়মে পরিনত হয়েছে। যদিও আয়া বাবদ প্রতি শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তির সময় ৩ থেকে ৫ শত টাকা আদায় করে। ভর্তি ফি ধার্য্য না থাকলেও ভর্তির সময় প্রধান শিক্ষকের নিদ্দের্শে ভর্তি ফি বাধ্যতামুলক।গত বছরও এ বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ছিলো হেনা। বাথরুম পরিস্কার করানো, পড়া না পারার উছিলায় মারধরের কারনে সে অন্যত্র চলে যায়। একই ভাবে গত বছরের ৩য় শ্রেনীর ছাত্রী মাহি আক্তার, ২য় শ্রেনীর ছাত্র ইকবাল সহ অনেকেই স্কুল ছেড়ে অন্যত্র চলে যায়।
অপরদিকে মায়াবী আক্তার মায়া,জান্নাতুল বিথি ৫ম শ্রেনীর ছাত্রী।তাদেরকে দিয়ে অফিস রুম পরিস্কার ফ্লাের মোছানো কাজ করায়। করতে না চাইলে স্কেল দিয়ে মারধর করে এবং প্রধান শিক্ষক নিজেই স্বপ্রনোদিত হয়ে অভিভাবককে ফোনে বলে– আপনার সন্তান পড়াশুনা করছে না / পারছে না। ফলে সন্তানরা বাসায় এসে তাদের প্রতি অন্যায় ও কাজ করা মারধর করার বিষয়টি পিতা মাতাকে জানালে তারা বিশ্বাস করে না। কিন্তুু ৪র্থ শ্রেনীর ছাত্রী হেনার মা বিষয়টি বুজতে পেরে প্রধান শিক্ষিকার কাছে জানতে চাইলে প্রধান শিক্ষিকা অভিভাবকদের সাথে খারাপ আচরন করে স্কুল থেকে বের করে দেয়। স্কুল কমিটি বিষয়টি অবগত হলেও প্রধান শিক্ষিকার তৈলে কোন প্রতিবাদ আর হয়নি।
সম্প্রতি প্রধান শিক্ষিকা কতৃর্ক ৩য় শ্রেনীর ছাত্র বায়োজিদ সোহানকে স্কেল দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার ঘটনায় ফের আলোচনায় প্রধান শিক্ষিকা পারভীন আক্তার। শিক্ষকরা তাহার এহেন কর্মকান্ড প্রতিবাদ করে প্রধান শিক্ষিকার রোষানলে পরতে হয়। তাই কেই প্রকাশ্যে তার প্রতিবাদ না করে নিরবে সহে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের শিক্ষকরা জানান- প্রধান শিক্ষিকার কর্মকান্ড, খামখেয়ালীপনায় তাদেরকে রোষানলে পরতে হয়েছে মানুষিক যন্ত্রনা পোহাতে হচ্ছে। ম্যানেজিং কমিটি বিষয়টি অবহিত হলেও কোন ব্যবস্হা গ্রহন না করায় শিক্ষক শিক্ষার্থীও অভিভাবকরা হতাশ। এ বিষয়ে মঙ্গলবার বিদ্যালয়ে সরজমিনে গেলে সাংবাদিক পরিচয় পেয়ে প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে বসে কিছু বলতে রাজী হন নি। ফলে তার ইচ্ছা অনুযায়ী ১৯৯ সিকদার মঞ্জিল শের শাহ্শুরী রোডে তার বাসায় নিয়ে অভিমত ব্যক্ত করেন।
বায়েজীদের পিতা ও মাতা বলেন পড়া না পাড়ার অজুহাতে স্কেল দিয়ে তার ছেলেকে মেরে হাত ভেঙ্গে দেয়। প্রধান শিক্ষিকার নিকট জানতে চাহলে তিনি অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং এ বিষয়ে কাউকে কিছু না বলতে হুমকি দেন।
,প্রধান শিক্ষিকার গত ৬ বছরের অত্র বিদ্যালয়ে অফিস রুমে প্রাইভেট পড়ানো,প্রাইভেট না পড়লে বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের মারধর, শিক্ষার্থীদের দিয়ে কাজ করানো, অভিভাবকদের সাথে রুঢ আচরন সহ শিক্ষকদের সাথে অসাদরন বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন-বিদ্যালয়ে যোগদানের পর তিনি প্রাইভেট পড়াতেন তবে এখন পড়ান না। শিক্ষার্থীদের দিয়ে সাপ্তাহ একবার বিদ্যালয় পরিস্কার করার নিয়ম থাকায় তিনি তাই করেন। এ ছাড়া তিনি বিদ্যালয়ের মান উন্নয়নে কঠোর হওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালায় বলে ও জানান।
এ সময় তিনি সংবাদ প্রচার না করতে সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা চালান। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম বলেন- এরকম কোন অভিযোগ পাই নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাহার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্হা গ্রহন করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

SBN

SBN

রাজধানীতে প্রধান শিক্ষকের অত্যাচারে শিক্ষার্থী অভিভাবক অতিষ্ট

আপডেট সময় ১১:৩৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩

রাজধানী মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবযুগ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অত্যাচার, শিক্ষার্থীদের শরীরিক নির্যাতন ও অভিভাবকদের সাথে অসদাচরনে অতিষ্ট অভিভাবকগন।প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন না করলে বিদ্যালয়টি শিক্ষার্থীশুন্য হওয়ার আশন্কা করেছেন স্হানীয়রা।
অভিযোগ মতে- মোহাম্মদপুর শেরশাহ্ শাহী রোডে অবস্হিত নবযুগ আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৬ সালে সেপ্টোম্বরে যোগদান করেন পারভীন আক্তার নামে একজন প্রধান শিক্ষিক। যোগদানের পর থেকেই তিনি একের পর এক অপকর্মের জন্মদিয়ে এলাকায় আলোচনায় আসলে ও শিক্ষার্থী অভিভাবক দের মাঝে ক্ষোভের সৃস্টি হয়েছে।
বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানো,শিক্ষার্থীদের দিয়ে বিদ্যালয় ঝাড়ু দেওয়া বাথরুম পরিস্কার করা যেন নিয়মে পরিনত হয়েছে। যদিও আয়া বাবদ প্রতি শিক্ষার্থীদের নিকট থেকে ভর্তির সময় ৩ থেকে ৫ শত টাকা আদায় করে। ভর্তি ফি ধার্য্য না থাকলেও ভর্তির সময় প্রধান শিক্ষকের নিদ্দের্শে ভর্তি ফি বাধ্যতামুলক।গত বছরও এ বিদ্যালয়ের ৪র্থ শ্রেনীর ছাত্রী ছিলো হেনা। বাথরুম পরিস্কার করানো, পড়া না পারার উছিলায় মারধরের কারনে সে অন্যত্র চলে যায়। একই ভাবে গত বছরের ৩য় শ্রেনীর ছাত্রী মাহি আক্তার, ২য় শ্রেনীর ছাত্র ইকবাল সহ অনেকেই স্কুল ছেড়ে অন্যত্র চলে যায়।
অপরদিকে মায়াবী আক্তার মায়া,জান্নাতুল বিথি ৫ম শ্রেনীর ছাত্রী।তাদেরকে দিয়ে অফিস রুম পরিস্কার ফ্লাের মোছানো কাজ করায়। করতে না চাইলে স্কেল দিয়ে মারধর করে এবং প্রধান শিক্ষক নিজেই স্বপ্রনোদিত হয়ে অভিভাবককে ফোনে বলে– আপনার সন্তান পড়াশুনা করছে না / পারছে না। ফলে সন্তানরা বাসায় এসে তাদের প্রতি অন্যায় ও কাজ করা মারধর করার বিষয়টি পিতা মাতাকে জানালে তারা বিশ্বাস করে না। কিন্তুু ৪র্থ শ্রেনীর ছাত্রী হেনার মা বিষয়টি বুজতে পেরে প্রধান শিক্ষিকার কাছে জানতে চাইলে প্রধান শিক্ষিকা অভিভাবকদের সাথে খারাপ আচরন করে স্কুল থেকে বের করে দেয়। স্কুল কমিটি বিষয়টি অবগত হলেও প্রধান শিক্ষিকার তৈলে কোন প্রতিবাদ আর হয়নি।
সম্প্রতি প্রধান শিক্ষিকা কতৃর্ক ৩য় শ্রেনীর ছাত্র বায়োজিদ সোহানকে স্কেল দিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার ঘটনায় ফের আলোচনায় প্রধান শিক্ষিকা পারভীন আক্তার। শিক্ষকরা তাহার এহেন কর্মকান্ড প্রতিবাদ করে প্রধান শিক্ষিকার রোষানলে পরতে হয়। তাই কেই প্রকাশ্যে তার প্রতিবাদ না করে নিরবে সহে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের শিক্ষকরা জানান- প্রধান শিক্ষিকার কর্মকান্ড, খামখেয়ালীপনায় তাদেরকে রোষানলে পরতে হয়েছে মানুষিক যন্ত্রনা পোহাতে হচ্ছে। ম্যানেজিং কমিটি বিষয়টি অবহিত হলেও কোন ব্যবস্হা গ্রহন না করায় শিক্ষক শিক্ষার্থীও অভিভাবকরা হতাশ। এ বিষয়ে মঙ্গলবার বিদ্যালয়ে সরজমিনে গেলে সাংবাদিক পরিচয় পেয়ে প্রধান শিক্ষিকা বিদ্যালয়ে বসে কিছু বলতে রাজী হন নি। ফলে তার ইচ্ছা অনুযায়ী ১৯৯ সিকদার মঞ্জিল শের শাহ্শুরী রোডে তার বাসায় নিয়ে অভিমত ব্যক্ত করেন।
বায়েজীদের পিতা ও মাতা বলেন পড়া না পাড়ার অজুহাতে স্কেল দিয়ে তার ছেলেকে মেরে হাত ভেঙ্গে দেয়। প্রধান শিক্ষিকার নিকট জানতে চাহলে তিনি অকথ্য ভাষায় গালমন্দ করেন এবং এ বিষয়ে কাউকে কিছু না বলতে হুমকি দেন।
,প্রধান শিক্ষিকার গত ৬ বছরের অত্র বিদ্যালয়ে অফিস রুমে প্রাইভেট পড়ানো,প্রাইভেট না পড়লে বিভিন্ন অজুহাতে শিক্ষার্থীদের মারধর, শিক্ষার্থীদের দিয়ে কাজ করানো, অভিভাবকদের সাথে রুঢ আচরন সহ শিক্ষকদের সাথে অসাদরন বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন-বিদ্যালয়ে যোগদানের পর তিনি প্রাইভেট পড়াতেন তবে এখন পড়ান না। শিক্ষার্থীদের দিয়ে সাপ্তাহ একবার বিদ্যালয় পরিস্কার করার নিয়ম থাকায় তিনি তাই করেন। এ ছাড়া তিনি বিদ্যালয়ের মান উন্নয়নে কঠোর হওয়ায় তার বিরুদ্ধে অপপ্রচার চালায় বলে ও জানান।
এ সময় তিনি সংবাদ প্রচার না করতে সাংবাদিকদের ম্যানেজের চেষ্টা চালান। এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম বলেন- এরকম কোন অভিযোগ পাই নি। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাহার বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্হা গ্রহন করা হবে।