মনিহার মনি
রাজধানীর কাকরাইলস্থ দৈনিক ব্যাংক বীমা ও অর্থনীতি’র কার্যালয়ে বাংলাদেশের পত্রিকাসমূহের সম্পাদকদের বৃহত্তম জাতীয় সংগঠন বাংলাদেশ এডিটর’স ফোরামের ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের মহাসচিব ও ডেইলী প্রেজেন্ট টাইমসের সম্পাদক ও প্রকাশক মো: ওমর ফারুক জালালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক আমাদের বাংলা, দৈনিক আমাদের চট্টগ্রাম, দৈনিক আমাদের কক্সবাজার ও ডেইলি ট্যুরিষ্ট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান চৌধুরী।
দৈনিক ব্যাংক বীমা ও শিল্পের সম্পাদক মো: আবুল বাশারের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য ও নানান প্রস্তাবনা তুলে ধরেন আগত সম্পাদবৃন্দ।
এক পর্যায়ে সার্বিক ব্যবস্থাপনা ও ইফতার মাহফিলের আয়োজক দৈনিক ব্যাংক বীমা ও অর্থনীতির পক্ষ থেকে সংগঠনের সভাপতি মিজানুর রহমান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানানো হয়।
আলোচনা শেষে সংগঠনের সাবির্ক কল্যাণ কামনা করে মুনাজাত করেন দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহম্মদ ওবায়দুল হক।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- মো: আবুল বাশার হাওলাদার (দৈনিক ব্যাংক বীমা শিল্প), আশরাফ সরকার (দৈনিক একুশে বাণী), আওরঙ্গজেব কামাল (খুলনা বার্তা/ক্রাইম সংবাদ), রফিকুল ইসলাম শান্ত (দৈনিক তরুণ কণ্ঠ), মো: ফজলুর রহমান জুলফিকার (দৈনিক দিনের আলো), রফিকুল ইসলাম কেন্দ্রীয় দফতর সম্পাদক), মো: সাইফুল ইসলাম (দৈনিক বিকাল বার্তা), সংগঠনের অর্থ সম্পাদক কামরুজ্জামান জনি (দৈনিক মুক্তির লড়াই), প্রদীপ ঘোষাল(তপু)(তাজা খবর), দেলোয়ার হোসেন (প্রবাসীর কথা২৪), অহিদুজ্জামান মিঞা(পাক্ষিক অর্থবিজ), আবু ফাতাহ মো: কুতুব উদ্দিন, উপসম্পাদক(দৈনিক আমাদের বাংলা), আফরোজা তালকুদার(দৈনিক মানবতার কণ্ঠ), মো: রফিকুল ইসলাম কাজল(অপরাধ অনুসন্ধান), মোহাম্মদ শরীফুর রহমান ভূঁঞা(ম্যানেজিং এডিটর)(দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি), মোহাম্মদ মুনীরুজ্জামান প্রমূখ।