
মোঃ সোহেল আমান, রাজশাহী ব্যুরো
র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ৩০ এপ্রিল ২০২৪ তারিখ সময় সকাল-১০.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন জোতরাবন নামক এলাকায় অপারেশন পরিচালনা করে ৩৯ কেজি গাঁজা সহ মোঃ আব্দুর রশিদ (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছেন।
আব্দুর রশিদ রাজশাহী মহানগরীর দামকুড়া থানার জোতরাবনপুর গ্রামের মোঃ রুস্তম আলীর ছেলে।
জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল মোঃ আব্দুর রশিদ (৫০) এর বসতবাড়ীর চতুর্দিক ঘেরাও করপন। র্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে রশিদকে আটক করা হয়।
রশিদকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার বসতবাড়ীর ভিতরে লুকায়িত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে। পরবর্তীতে র্যাবের টিম উক্ত বসতবাড়ী তল্লাশী করে উক্ত গাঁজা উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ধৃত আসামী এবং পলাতক ২নং আসামী তার ছেলে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে ক্রয় করে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মুক্তির লড়াই ডেস্ক : 


























