ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৫ জানুয়ারী ২০২৬, ২২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৪০ Logo টাঙ্গাইলে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন,পুলিশ সুপার Logo টাঙ্গাইলে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি তিন ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা Logo শাহরাস্তিতে ফসলি জমির মাটি কাটার অপরাধে ৩ লাখ টাকা জরিমানা Logo ডিমলায় অবৈধ বালু উত্তোলনের অপরাধে ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা Logo চৌদ্দগ্রামে বিএনপির প্রার্থী কামরুল হুদার বিরুদ্ধে রাষ্ট্রীয় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ Logo বাঘাছড়িতে দারুস সুন্নাহ মাদ্রাসা’র ৮ম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত Logo ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মদ সহ ৬ জন আটক Logo মহেশখালীতে গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে উদ্ধার Logo ভারতে টি ২০ বিশ্বকাপ খেলবেনা বাংলাদেশ

রাণীনগরে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

মোঃ রায়হান আলী, নওগাঁ

নওগাঁর রাণীনগর উপজেলায় রাত্রিকালীন ডিউটি শেষে বাড়ি ফেরার পথে এক গাড়িচালক ছিনতাইয়ের শিকার হলেও পুলিশের দ্রুত ও কার্যকর তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে রাণীনগর বাজারসংলগ্ন ডনের ব্রিজ এলাকায়। ভুক্তভোগী আলমগীর হোসেন (পিতা: মৃত আলিম হোসেন), রাণীনগর উপজেলার চকমনু পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রাত্রিকালীন পুলিশের ডিউটিতে নিয়োজিত একটি গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, এ সময় ৪/৫ জন ছিনতাইকারী তার গতিরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বেধড়ক মারধর করে। একপর্যায়ে আকুতি-মিনতির পরও তারা তার কাছ থেকে আনুমানিক এক লাখ টাকা মূল্যের মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়। মারধরের ফলে তিনি গুরুতরভাবে আহত হন।

ঘটনার পর আলমগীর হোসেন তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরে তিনি বিষয়টি রাণীনগর থানায় অবহিত করলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল লতিফ ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত পুলিশি অভিযান শুরু করেন।

পুলিশের ধারাবাহিক তৎপরতায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। এ বিষয়ে ভুক্তভোগী আলমগীর হোসেন বলেন, পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে তার মূল্যবান সম্পদ ফিরে পেয়েছেন। এজন্য তিনি ওসি মোঃ আব্দুল লতিফসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের মঙ্গল কামনা করেন।

এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল লতিফ জানান, উপজেলার ডনের ব্রিজ এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের টিম কাজ করছে। খুব শীঘ্রই ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশের দ্রুত সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের দাবি জানিয়েছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ বিভিন্ন মামলায় গ্রেফতার ৪০

SBN

SBN

রাণীনগরে ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল উদ্ধার

আপডেট সময় ০৯:৫০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬

মোঃ রায়হান আলী, নওগাঁ

নওগাঁর রাণীনগর উপজেলায় রাত্রিকালীন ডিউটি শেষে বাড়ি ফেরার পথে এক গাড়িচালক ছিনতাইয়ের শিকার হলেও পুলিশের দ্রুত ও কার্যকর তৎপরতায় ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় পুলিশের ভূমিকা নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে বুধবার (১ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে রাণীনগর বাজারসংলগ্ন ডনের ব্রিজ এলাকায়। ভুক্তভোগী আলমগীর হোসেন (পিতা: মৃত আলিম হোসেন), রাণীনগর উপজেলার চকমনু পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রাত্রিকালীন পুলিশের ডিউটিতে নিয়োজিত একটি গাড়ির চালক হিসেবে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, এ সময় ৪/৫ জন ছিনতাইকারী তার গতিরোধ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বেধড়ক মারধর করে। একপর্যায়ে আকুতি-মিনতির পরও তারা তার কাছ থেকে আনুমানিক এক লাখ টাকা মূল্যের মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও সঙ্গে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেয়। মারধরের ফলে তিনি গুরুতরভাবে আহত হন।

ঘটনার পর আলমগীর হোসেন তাৎক্ষণিকভাবে হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। পরে তিনি বিষয়টি রাণীনগর থানায় অবহিত করলে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল লতিফ ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত পুলিশি অভিযান শুরু করেন।

পুলিশের ধারাবাহিক তৎপরতায় ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই ছিনতাই হওয়া মোটরসাইকেল ও মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়। এ বিষয়ে ভুক্তভোগী আলমগীর হোসেন বলেন, পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে তার মূল্যবান সম্পদ ফিরে পেয়েছেন। এজন্য তিনি ওসি মোঃ আব্দুল লতিফসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের মঙ্গল কামনা করেন।

এ বিষয়ে রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল লতিফ জানান, উপজেলার ডনের ব্রিজ এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের টিম কাজ করছে। খুব শীঘ্রই ছিনতাইকারীদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশের দ্রুত সফল অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের দাবি জানিয়েছেন।