
মোঃ ইলিয়াস আলী, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
রোববার (১৪ এপ্রিল) দুপুরে রাণীশংকৈল উপজেলার খঞ্জনা গ্রামের পাশে কুলিক নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ওই গ্রামে ইব্রাহিমের কন্যা ইয়াসমিন (১০) এবং দিনাজপুর সদর উপজেলার ইউসুফ আলী ও সাথি দম্পতির কন্যা তসলিমা (৮) কুলিক নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে নদীর পানিতে ডুবে গিয়ে তাদের মৃত্যু হয়। নিহত তসলিমা তার বাবা মায়ের সাথে আত্বীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হই। বিষয়টি খুবই দুঃখজনক।
মুক্তির লড়াই ডেস্ক : 



























