আমতলী (বরগুনা) প্রতিনিধি
রাত পোহালেই বরগুনার আমতলী পৌরসভা নির্বাচন।জেলা ও উপজেলা প্রশাসন নির্বাচনকে ঘিরে সতর্ক অবস্থানে থাকলেও ঝুঁকিতে রয়েছে ৪টি কেন্দ্রে।প্রশাসনিক নজরদারিতে কৌশল পাল্টেছে বহিরাগতরাও।
প্রার্থীদের অভিযোগ পাল্টা অভিযোগ এবং প্রশাসনের কঠোর নজরদারির মধ্যে দিয়ে গতকাল রাত ৮ ঘটিকায় শেষ হয় প্রার্থীদের সকল ধরনের প্রচার প্রচারণা।
ভোটার ও প্রার্থীদের সাথে আলোচনা করে জানা যায়,আমতলী পৌরসভার ৯টি ভোট কেন্দ্রের মধ্যে ৩,৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ভোট কেন্দ্র গুলো ঝুকিপূর্ণ। এ কেন্দ্র গুলোতে ভোটার ও প্রার্থীরা কঠোর প্রশাসনিক ব্যবস্হা গ্রহনের দাবী জানান।এ ছাড়াও প্রশাসনিক কঠোর ব্যবস্হা গ্রহনের ফলে বহিরাগতদের আনাগোনা কমলেও একেবারে থেমে যায়নি।বহিরাগতরা কৌশল পাল্টে মুল শহরের চেয়ে নিরিবিলি ওয়ার্ড গুলোতে অবস্থান করছে। এ ছাড়াও বিভিন্ন বাসা বাড়ী ও আবাসিক হোটেলে কৌশলে অবস্থান নিয়েছে।
বর্তমান মেয়র মতিয়ার রহমান (মোবাইল মার্কা প্রার্থী) বলেন, ৩,৭,৮ ও ৯ নং ওয়ার্ডে বহিরাগতদের আনাগোনা দেখা যাচ্ছে যার কারনে এই ওয়ার্ডগুলো ঝুকিপূর্ণ মনে হচ্ছে। তবে নির্বাচন অফিসার আমাদেরকে আস্বস্ত করেছেন তিনি আমতলী পৌরসভায় একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিবেন।
তবে নির্বাচন শতভাগ সুষ্ঠ হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং আব্দুল হাই আল হাদি। তিনি জানান নির্বাচনকে ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে দেয়া যাবে না।