
মো:রায়হান আলী, ক্রাইম রিপোর্টার নওগাঁ জেলা: সোমবার দুপুরে রাণীনগর ইউ এনও এবং রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে নবম শ্রেণীর এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেন। স্কুল সূত্রে জানা যায় নবম শ্রেণীর মেয়েটি বয়স ১৫ বছর। মেয়েটি বাবার নাম সাজ্জাদ হোসেন, কুকরাতুলি বাজারে বাসিন্দা। রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন জানান বাল্যবিবাহের খবরটি পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে বিয়ে টি বন্ধ করেন। এসময় ভ্রাম্যমাণ আদালতে মেয়ের বাবা সাজ্জাদ হোসেনকে চার হাজার টাকা জরিমানা করেন। এবং মেয়েকে বাল্যবিবাহ না দেওয়ার অঙ্গীকার করে নেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।