চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও দেশের প্রেসিডেন্ট সি চিন পিং বৃহস্পতিবার বেইজিংয়ে রাশিয়ার ইউনাইটেড রাশিয়া দলের চেয়ারম্যান দিমিত্রি আনাতোলিয়েভিচ মেদভেদেভের সাথে বৈঠক করেছেন।
সি চিন পিং বলেন, চীন ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫ বছরে, যৌথভাবে একটি নতুন পথ সৃষ্টি করেছে। এ পথে বড় দেশ ও প্রতিবেশী দেশ একে অপরকে সম্মান করে, সুষ্ঠুভাবে সহাবস্থান করে, সহযোগিতা ও উভয়ের জয়ের অবস্থা মেনে চলে। দু’দেশ নতুন আন্তর্জাতিক সম্পর্ক ও দু’টি প্রতিবেশী বড় দেশের সম্পর্কের একটি মডেল সৃষ্টি করেছে। রাশিয়ার সাথে একযোগে কৌশলগত সংযুক্তি জোরদার করা, দু’দেশের সহযোগিতার প্রাণশক্তি উন্নত করা এবং দু’দেশের গণকল্যাণ বাড়াতে চায় চীন। চীন ও রাশিয়ার উচিত জাতিসংঘসহ নানা বহুপাক্ষিক কাঠামোতে যোগাযোগ ও সমন্বয় জোরদার করা, দৃঢ়ভাবে জাতিসংঘ কেন্দ্রিক আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষা করা, প্রকৃত বহুপক্ষবাদে অবিচল থাকা, আন্তর্জাতিক শৃঙ্খলা আরও ন্যায়সঙ্গত পথে এগিয়ে নেওয়া এবং একযোগে বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সুবিচার রক্ষা করা।
তিনি আরও জানান, মানবজাতির অগ্রগতি এগিয়ে নেওয়ার গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে, সিপিসি ও ইউনাইটেড রাশিয়া দলের উচিত ঘনিষ্ঠ সমন্বয় ও সহযোগিতা বাড়ানো এবং বিশ্বের উন্নয়নকে সঠিক দিকে এগিয়ে নেওয়া।
তিনি আরও বলেন, ইউক্রেন সংকট হ্রাসের জন্য চীন কাজ করে আসছে। চীন অব্যাহতভাবে নিজের অবস্থান বজায় রেখে আন্তর্জাতিক সমাজের সঙ্গে একযোগে সংকটের রাজনৈতিক সমাধান বাস্তবায়নে কাজ করবে।
সূত্র: আকাশ-তৌহিদ-ফেইফেই,চায়না মিডিয়া গ্রুপ।