
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের আমন্ত্রণে চীন ও সৌদি আরবের সম্পর্ক জোরদার করার লক্ষ্যে, চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই গতকাল (রোববার) সৌদি আরব সফর শুরু করেছেন। সফরের শুরুতেই পররাষ্ট্রমন্ত্রীদ্বয় একটি বৈঠক করেন।
বৈঠকে দুই নেতা দুই দেশের বন্ধুত্বপূর্ণ ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব পর্যালোচনা করেন এবং অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বলেন, এই সফর চীন ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকীর সঙ্গে মিলে গেছে। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে উভয় দেশের মধ্যে অভিন্ন আদর্শ কাজ করছে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উল্লেখযোগ্য উন্নতি অর্জন করেছে, যা উভয় দেশের বন্ধুত্বপূর্ণ জনগণকে যৌথভাবে উপকৃত করছে।
পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল চীন-সৌদি আরব উচ্চ-স্তরের যৌথ কমিটির রাজনৈতিক উপ-কমিটির পঞ্চম বৈঠকে সভাপতিত্ব করেন। তাঁরা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ জোর দিয়ে বলেছে যে, তারা তাদের মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে একে অপরকে সমর্থন অব্যাহত রাখবে। পাশাপাশি, দুই দেশের নেতাদের গৃহীত একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়ন করবে এবং নিরাপত্তা, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে দুই বন্ধুপ্রতিম দেশকে সমর্থন করবে।
সৌদি পক্ষ ‘এক-চীন নীতি’র প্রতি তাদের আনুগত্য পুনর্ব্যক্ত করেছে। তারা জোর দিয়ে বলেছে যে, গণপ্রজাতন্ত্রী চীন সরকার সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার এবং তাইওয়ান চীনের ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ।
চীন সৌদি আরব এবং ইরানের মধ্যে সম্পর্কের উন্নয়ন ও সম্প্রসারণকে সমর্থন করে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জনে সৌদি আরবের নেতৃত্বদানকারী ভূমিকা ও প্রচেষ্টার প্রশংসা করে।
উভয় পক্ষ অভিন্ন উদ্বেগের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়গুলোতেও মতবিনিময় করেছে। তথ্য ও ছবি : সিএমজি।
আন্তর্জাতিক: 


























