
নাহিদ জামান, খুলনা
রূপসায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গৃহকর্মী মোছা: রোমেছা বেগম কে ১০ মে শনিবার ২ বান্ডেল ঢেউটিন ও নগদ ১১,০০০ টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।
গত ৮ মে শ্রীফলতলা ইউনিয়নের মোছা: রোমেছা বেগমের ঘরটি আগুনে পুড়ে যায়। সে ২ জন প্রতিবন্ধী সহ মোট ৪ ছেলে,মেয়ে নিয়ে চাটাই ও প্লাস্টিকের তৈরি একটি ঘরে বসবাস করতেন এবং অন্যের বাসা-বাড়িতে গৃহকর্মীর কাজ করে সংসার চালাতেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে তার পুড়ে যাওয়া জীর্ণ কুটির পরিদর্শন করে তার সাথে সাক্ষাত করা হয়। নতুন করে ঘর নির্মাণের জন্য তাকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা পরিষদের মাধ্যমে নগদ অর্থ ও ঢেউটিন প্রদান করা হয়।
এ সময় ইউএনও আকাশ কুমার কুন্ডু, উপ সহকারী প্রকৌশলী, শ্রীফলতলা ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।